Ajker Patrika

গোপালগঞ্জে ইনুপন্থী জাসদ নেতার নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ।
সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ।

গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন ও শান্তি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে আত্মপ্রকাশ পেয়েছে নতুন একটি রাজনৈতিক দল। আজ শনিবার দুপুর ১২টায় গোপালগঞ্জের মানিকদাহ এলাকায় অবস্থিত মধুমতি পার্কের সম্মেলন কক্ষে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন দলের নেতৃবৃন্দ। চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে প্রাথমিকভাবে দশটি জেলায় কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক ও গোপালগঞ্জ জেলা জাসদের (ইনুপন্থী) সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। সংবাদ সম্মেলনে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে ৩২ দফা প্রস্তাবনা পেশ করা হয়।

দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীকে স্ব স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দেওয়া, ব্লু-ইকোনমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগ বিধি স্বচ্ছ ও নিরপেক্ষকরণ, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা।

এ সময় বিজিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. জুলিয়াছ খান ঠাকুর, মো. শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলিসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত