নরসিংদী প্রতিনিধি
সেনাবাহিনীর মধ্যস্থতায় নরসিংদীতে কর্মবিরতিতে থাকা তিন শতাধিক টেক্সটাইল কারখানার ২০ হাজার শ্রমিক কাজে ফিরছেন। আজ রোববার চৌয়ালা শিল্প এলাকায় সেনাবাহিনীর সঙ্গে টেক্সটাইল শিল্পমালিক ও শ্রমিকদের যৌথ সভার পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। পরে তাঁরা কাজে যোগ দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন মো. রকিবুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নরসিংদীর চৌয়ালা শিল্প এলাকায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। সভায় নরসিংদীতে টহলে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন রকিবুল আলম, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে মো. মাহফুজ অংশগ্রহণ করেন। এ সময় টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতেই শ্রমিকদের পক্ষ থেকে একজন তাঁদের দাবিদাওয়া উত্থাপন করেন। এসব দাবির মধ্যে ছিল পলাতক আসামি হোসেন আলীর দৃষ্টান্তমূলক শাস্তি, প্রতিটি কারখানায় অটো সার্কিট ব্রেকার স্থাপন, দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার সুব্যবস্থা, আন্দোলনকারী শ্রমিকদের ওপর অহেতুক নির্যাতন, মামলা বা হয়রানি না করা, প্রাথমিক চিকিৎসার জন্য একটি ক্লিনিক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারখানা বন্ধ রাখা এবং নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা।
পরবর্তীকালে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্থাপিত দাবিগুলো মালিক সমিতি ও উপস্থিত শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেন এবং আজ বিকেল ৫টা থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার প্রতিশ্রুতি দেন।
তথ্যমতে, গত মঙ্গলবার (১৩ আগস্ট) চৌয়ালায় ইয়ামিন টেক্সটাইলে বিদ্যুতায়িত হয়ে মারা যান এক শ্রমিক। প্রতিবাদে পরদিন বুধবার কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন কারখানায় যান শ্রমিকেরা।
শালিধা এলাকায় হোসেন আলীর টেক্সটাইলে কাজ বন্ধ করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে ওই কারখানার শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে। এর পর থেকে রুবেল মিয়াসহ (১৮) দুজন শ্রমিক নিখোঁজ হন।
শুক্রবার সকাল ১০টার দিকে শালিধা হোসেন আলীর কারখানার কিছু দূরের একটি ডোবা থেকে শ্রমিক রুবেল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা হোসেন আলীর দুটি কারখানা, দুটি গোডাউন ও পাঁচতলা একটি বাড়িতে অগ্নিসংযোগ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকেরা জানান, হোসেন আলীর কারখানার শ্রমিকদের সঙ্গে মারামারির পর থেকে রুবেল নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, ওই কারখানার শ্রমিকেরা তাঁকে মেরে ডোবায় ফেলে রেখেছেন। তাই বিক্ষুব্ধ শ্রমিকেরা হোসেন আলীর বাড়ি ও কারাখানায় আগুন লাগিয়ে দেন।
সেনাবাহিনীর মধ্যস্থতায় নরসিংদীতে কর্মবিরতিতে থাকা তিন শতাধিক টেক্সটাইল কারখানার ২০ হাজার শ্রমিক কাজে ফিরছেন। আজ রোববার চৌয়ালা শিল্প এলাকায় সেনাবাহিনীর সঙ্গে টেক্সটাইল শিল্পমালিক ও শ্রমিকদের যৌথ সভার পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। পরে তাঁরা কাজে যোগ দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন মো. রকিবুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নরসিংদীর চৌয়ালা শিল্প এলাকায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। সভায় নরসিংদীতে টহলে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন রকিবুল আলম, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে মো. মাহফুজ অংশগ্রহণ করেন। এ সময় টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতেই শ্রমিকদের পক্ষ থেকে একজন তাঁদের দাবিদাওয়া উত্থাপন করেন। এসব দাবির মধ্যে ছিল পলাতক আসামি হোসেন আলীর দৃষ্টান্তমূলক শাস্তি, প্রতিটি কারখানায় অটো সার্কিট ব্রেকার স্থাপন, দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার সুব্যবস্থা, আন্দোলনকারী শ্রমিকদের ওপর অহেতুক নির্যাতন, মামলা বা হয়রানি না করা, প্রাথমিক চিকিৎসার জন্য একটি ক্লিনিক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারখানা বন্ধ রাখা এবং নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা।
পরবর্তীকালে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্থাপিত দাবিগুলো মালিক সমিতি ও উপস্থিত শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেন এবং আজ বিকেল ৫টা থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার প্রতিশ্রুতি দেন।
তথ্যমতে, গত মঙ্গলবার (১৩ আগস্ট) চৌয়ালায় ইয়ামিন টেক্সটাইলে বিদ্যুতায়িত হয়ে মারা যান এক শ্রমিক। প্রতিবাদে পরদিন বুধবার কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন কারখানায় যান শ্রমিকেরা।
শালিধা এলাকায় হোসেন আলীর টেক্সটাইলে কাজ বন্ধ করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে ওই কারখানার শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে। এর পর থেকে রুবেল মিয়াসহ (১৮) দুজন শ্রমিক নিখোঁজ হন।
শুক্রবার সকাল ১০টার দিকে শালিধা হোসেন আলীর কারখানার কিছু দূরের একটি ডোবা থেকে শ্রমিক রুবেল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা হোসেন আলীর দুটি কারখানা, দুটি গোডাউন ও পাঁচতলা একটি বাড়িতে অগ্নিসংযোগ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকেরা জানান, হোসেন আলীর কারখানার শ্রমিকদের সঙ্গে মারামারির পর থেকে রুবেল নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, ওই কারখানার শ্রমিকেরা তাঁকে মেরে ডোবায় ফেলে রেখেছেন। তাই বিক্ষুব্ধ শ্রমিকেরা হোসেন আলীর বাড়ি ও কারাখানায় আগুন লাগিয়ে দেন।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৪ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৫ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৫ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৫ ঘণ্টা আগে