Ajker Patrika

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বাবা, মেয়ে ও নাতি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বাবা, মেয়ে ও নাতি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কা লেগে অটোচালক বাবা, তাঁর মেয়ে ও নাতিসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টায় উপজেলার হাতিয়া নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, অটোচালক ঘাটাইল উপজেলার ঘারট্ট গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে তায়্যেবুল হোসেন (৫০), তাঁর মেয়ে ও কালিহাতী উপজেলার হাতিয়ার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা (২৩) ও তাঁর সাত মাস বয়সী নাতি তাওহিদ।

স্থানীয়রা জানান, নিহত তায়্যেবুল হোসেন ঘাটাইলের গারট্ট থেকে তাঁর মেয়ে তাহমিনা ও শিশু নাতি তাওহিদকে নিয়ে নিজ অটোরিকশাযোগে হাতিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক তায়্যেবুল তাঁর নাতি তাওহিদ ঘটনাস্থলে নিহত হন। আহত তাহমিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আসার সময় হাতিয়া একটি অটোর সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় অটোচালক নানা ও নাতি ঘটনাস্থলেই মারা যান।

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঘারিন্দা রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তার দুটি মরদেহ ও একটি মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। সুরতহাল ও মামলা শেষে স্বজনদের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত