Ajker Patrika

সংবাদ প্রকাশের পর উদ্ধার হলো সরকারি বিদ্যালয়ের জমি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৪: ০৯
সংবাদ প্রকাশের পর উদ্ধার হলো সরকারি বিদ্যালয়ের জমি

সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশে গত মঙ্গলবার ও বুধবার দুই দিন ওই জমি থেকে স্থাপনা সরিয়ে নেন ব্যবসায়ীরা।

এর আগে গত মঙ্গলবার জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘বিদ্যালয়ের জমি দখল করে প্রভাবশালীর বালুর ব্যবসা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ‘আল মদিনা এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান বালুর ব্যবসা করে আসছিল। খবর প্রকাশের পর তা নজরে আসে প্রশাসনের। এরপর ওই জমি তাৎক্ষণিক উদ্ধারে নামে উপজেলা প্রশাসন।

সূত্রে জানা গেছে, রাজেন্দ্র মাস্টার নামে এক ব্যক্তি ৩০ শতাংশ জমি চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দান করেন। দান করা ওই জমিতে দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলে। ৩০ বছর আগে পার্শ্ববর্তী ডাউটিয়া বাজারের পাশে প্রাথমিক বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। এদিকে পূর্বের ওই চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের জমিটির অনেকাংশেই দখল করেন স্থানীয় বালু ব্যবসায়ী মো. রিপন, মো. বিপ্লবসহ বেশ কয়েকজন। এ বিষয়ে সোমবার আজকের পত্রিকার অনলাইনে ও মঙ্গলবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও থানার পুলিশ জমি উদ্ধারে তাৎক্ষণিক অভিযান চালায়। প্রশাসনের নির্দেশে গত মঙ্গল ও বুধবার অবৈধ দখলদাররা তাঁদের স্থাপনা সরিয়ে নেন। 

 এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপন দেবনাথ বলেন, আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বালুর ব্যবসাসহ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে অবৈধ দখলদারেরা তাঁদের বালুর ব্যবসা ও ঘর সরিয়ে নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত