Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৪: ৩৯
সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি: সংগৃহীত
সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বলছেন, তাঁরা একজন গুলিবিদ্ধ হওয়া তথ্য পেয়েছেন।

গুলিতে আহত যুবকেরা হলেন উপজেলার মনাকষা ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্ৰামের আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম মিয়া (২৫) ও মুন্নাপাড়া তারাপুর গ্ৰামের সুলতানের ছেলে সুমন (২৮)।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাচালানের উদ্দেশ্যে ৭-৮ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪ /৫-এর ১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ২-৩টি গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে দেশের অভ্যন্তরে চলে আসে দলটির অন্য সদস্যরা। পরে গোপনে তাঁদের রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আজকের পত্রিকাকে বলেন, সেলিম নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সীমান্তে চোরাকারবারি ধাওয়া দেওয়ার কথা স্বীকার করলেও গুলি করেনি বলে জানিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আহত সেলিমের বাড়িতে গেলেও তাঁর বাবাকে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু পরিবারের অন্যরা এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ দেখান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত