উত্তরা (ঢাকা) প্রতিনিধি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মোবারক হোসেন (৪০) নামের একজন পোশাক কারখানার শ্রমিককে অপহরণ করে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে মামলা হয়েছে। বিমানবন্দর থানায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী মোবারক হোসেন বাদী হয়ে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে একটি মামলা করেন।
আজ শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিমানবন্দরের আউটগেটের সামনের মহাসড়কের ওপর থেকে গত শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোবারক হোসেন নরসিংদীর মনোহরদী উপজেলার কেরানীগঞ্জ গ্রামের মৃত আব্দুস সোবাহান মোল্লার ছেলে। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত ইলমিয়াত এ্যাপারেলস লি. নামের একটি পোশাক কারখানার মেকানিক্যাল বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত।
ভুক্তভোগী মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যমুনা ফিউচার পার্কে মোবাইল কেনার জন্য এসেছিলাম। ওই দিন আমার একাউন্টে ৭ লাখ টাকার একটি লোন ঢুকেছিল। যার মধ্যে আমি ৪০ হাজার টাকা তুলেছিলাম। মোবাইল কিনে যাওয়ার সময় বিমানবন্দর এলাকায় নেমে ইফতার করে বাসের জন্য অপেক্ষা করি। ওই সময় একটি সাদা মাইক্রোবাস এসে ময়মনসিংহ যাওয়ার জন্য যাত্রী ডাকতে থাকে। ওই সময় কালো গ্লাসের মাইক্রোবাসটির চালকের সাথে ভাড়ার বিষয়ে কথা বলার এক পর্যায়ে ভেতর থেকে দুইজন লোক আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে গেট লাগিয়ে দেয়।’
মোবারক হোসেন আরও বলেন, ‘গাড়িতে উঠানোর পর সেখানে দেখি চালক ছাড়াও আরও চারজন লোক রয়েছে। তারা একটি নতুন গামছা ছিড়ে আমার হাত ও চোখ বেধে ফেলে। সেই সাথে চাকা খোলার লোহার যন্ত্র (এল) দিয়ে আমাকে বেধড়ক মারধর করতে থাকে। তারপর তারা গাজীপুর চৌরাস্তা পার হয়ে প্লাস দিয়ে আমার দুই কানের লতিতে চাপ দিয়ে আমার সাথে থাকা একটি ডেটিড কার্ড ও একটি ক্রেডিট কার্ডের পিন নাম্বার নিয়ে নেয়। এছাড়াও তারা আমার সাথে থাকা দুটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা নিয়ে নেয়। পরবর্তীতে তারা মুক্তিপণ হিসাবে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’
ভুক্তভোগী মোবারক বলেন, ‘অপহরণ কারীরা মাওনা ব্রাঞ্চের ইবিএল বুথ থেকে ১ লাখ টাকা ও ব্রাক ব্যাংকের বুথ থেকে ১ লাখ টাকা তুলে নেয়। পরবর্তীতে তারা হাত ও চোখ বাধা অবস্থায় কোনাবাড়ি ফ্লাইওভারের ওপরে ফেলে যায়। তারপর আশেপাশের লোকজনের সহযোগীতায় প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরবর্তীতে পরিবারের সহযোগীতায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নেই।’
এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। সেই সাথে আসামীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মোবারক হোসেন (৪০) নামের একজন পোশাক কারখানার শ্রমিককে অপহরণ করে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে মামলা হয়েছে। বিমানবন্দর থানায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী মোবারক হোসেন বাদী হয়ে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে একটি মামলা করেন।
আজ শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিমানবন্দরের আউটগেটের সামনের মহাসড়কের ওপর থেকে গত শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোবারক হোসেন নরসিংদীর মনোহরদী উপজেলার কেরানীগঞ্জ গ্রামের মৃত আব্দুস সোবাহান মোল্লার ছেলে। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত ইলমিয়াত এ্যাপারেলস লি. নামের একটি পোশাক কারখানার মেকানিক্যাল বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত।
ভুক্তভোগী মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যমুনা ফিউচার পার্কে মোবাইল কেনার জন্য এসেছিলাম। ওই দিন আমার একাউন্টে ৭ লাখ টাকার একটি লোন ঢুকেছিল। যার মধ্যে আমি ৪০ হাজার টাকা তুলেছিলাম। মোবাইল কিনে যাওয়ার সময় বিমানবন্দর এলাকায় নেমে ইফতার করে বাসের জন্য অপেক্ষা করি। ওই সময় একটি সাদা মাইক্রোবাস এসে ময়মনসিংহ যাওয়ার জন্য যাত্রী ডাকতে থাকে। ওই সময় কালো গ্লাসের মাইক্রোবাসটির চালকের সাথে ভাড়ার বিষয়ে কথা বলার এক পর্যায়ে ভেতর থেকে দুইজন লোক আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে গেট লাগিয়ে দেয়।’
মোবারক হোসেন আরও বলেন, ‘গাড়িতে উঠানোর পর সেখানে দেখি চালক ছাড়াও আরও চারজন লোক রয়েছে। তারা একটি নতুন গামছা ছিড়ে আমার হাত ও চোখ বেধে ফেলে। সেই সাথে চাকা খোলার লোহার যন্ত্র (এল) দিয়ে আমাকে বেধড়ক মারধর করতে থাকে। তারপর তারা গাজীপুর চৌরাস্তা পার হয়ে প্লাস দিয়ে আমার দুই কানের লতিতে চাপ দিয়ে আমার সাথে থাকা একটি ডেটিড কার্ড ও একটি ক্রেডিট কার্ডের পিন নাম্বার নিয়ে নেয়। এছাড়াও তারা আমার সাথে থাকা দুটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা নিয়ে নেয়। পরবর্তীতে তারা মুক্তিপণ হিসাবে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’
ভুক্তভোগী মোবারক বলেন, ‘অপহরণ কারীরা মাওনা ব্রাঞ্চের ইবিএল বুথ থেকে ১ লাখ টাকা ও ব্রাক ব্যাংকের বুথ থেকে ১ লাখ টাকা তুলে নেয়। পরবর্তীতে তারা হাত ও চোখ বাধা অবস্থায় কোনাবাড়ি ফ্লাইওভারের ওপরে ফেলে যায়। তারপর আশেপাশের লোকজনের সহযোগীতায় প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরবর্তীতে পরিবারের সহযোগীতায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নেই।’
এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। সেই সাথে আসামীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় পিষ্ট হয়ে মিতু (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কুমিল্লা-সিলেট বাইপাস সড়কের নন্দনপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতু জেলার সরাইল উপজেলার সদরের কাঁচারিপাড় এলাকার মজনু মিয়ার একমাত্র মেয়ে। সে সরাইল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
৭ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফুজি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ মিনিট আগেরাজধানীর ডেমরায় মো. হাবিবুর রহমান মোল্লা (৩৪) নামের সাবেক এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যার পর ডেমরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেবরিশালের উজিরপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তির অবস্থায় ছাত্রশিবিরের সাবেক নেতা মাইনুল ইসলামকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
২৫ মিনিট আগে