বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতার ৫০ বছর পর শুরু হয়েছে সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম। আজ বৃহস্পতিবার দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
বাসাইল পৌরসভার বাসাইল পূর্ব পাড়া গ্রামের মো. কামাল মিয়ার স্ত্রী সাথী আক্তারের (২৮) সিজার অপারেশনের মাধ্যমে এই প্রথম অপারেশন কার্যক্রম শুরু হয়। প্রথম সফল অপারেশনের পর মা ও শিশু উভয়েই সুস্থ আছেন।
অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান সিজার অপারেশন পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন ডা. সুজাউদ্দিন তালুকদার, ডা. রাকিব, ডা. নাজমুন এবং ডা. আরিফ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজুর রহমান বলেন, এই প্রথম বাসাইলে অপারেশন শুরু হলো। এখন থেকে বাসাইলেই নিয়মিত সিজারিয়ান, অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার স্টোনসহ বিভিন্ন অপারেশন করা হবে। গরিব অসহায়দের সর্বস্ব বিক্রি করে আর দৌড়াতে হবে না বিভাগীয় ও জেলা শহরের প্রাইভেট হাসপাতালগুলোতে।
স্বাধীনতার ৫০ বছর পর উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অপারেশন কার্যক্রম চালু হওয়ায় খুশি উপজেলাবাসী। সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতার ৫০ বছর পর শুরু হয়েছে সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম। আজ বৃহস্পতিবার দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
বাসাইল পৌরসভার বাসাইল পূর্ব পাড়া গ্রামের মো. কামাল মিয়ার স্ত্রী সাথী আক্তারের (২৮) সিজার অপারেশনের মাধ্যমে এই প্রথম অপারেশন কার্যক্রম শুরু হয়। প্রথম সফল অপারেশনের পর মা ও শিশু উভয়েই সুস্থ আছেন।
অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান সিজার অপারেশন পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন ডা. সুজাউদ্দিন তালুকদার, ডা. রাকিব, ডা. নাজমুন এবং ডা. আরিফ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজুর রহমান বলেন, এই প্রথম বাসাইলে অপারেশন শুরু হলো। এখন থেকে বাসাইলেই নিয়মিত সিজারিয়ান, অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার স্টোনসহ বিভিন্ন অপারেশন করা হবে। গরিব অসহায়দের সর্বস্ব বিক্রি করে আর দৌড়াতে হবে না বিভাগীয় ও জেলা শহরের প্রাইভেট হাসপাতালগুলোতে।
স্বাধীনতার ৫০ বছর পর উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অপারেশন কার্যক্রম চালু হওয়ায় খুশি উপজেলাবাসী। সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
১৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
৩৪ মিনিট আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
৩৬ মিনিট আগেকায়ছার ইমরান বাবুল শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হননি।
৩৭ মিনিট আগে