Ajker Patrika

অনলাইনে পরীক্ষা চলাকালেই শিক্ষার্থী জানালেন, ‘মা আর নেই’

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২১
অনলাইনে পরীক্ষা চলাকালেই শিক্ষার্থী জানালেন, ‘মা আর নেই’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা হচ্ছে অনলাইনে। সেই ধারাবাহিকতায় আজ রোববার প্রথম বর্ষের ইংরেজি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। অন্যান্য শিক্ষার্থীর মতো অনলাইন পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র রাজিব মোহাম্মদ। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর কান্নায় ভেঙে পড়েন তিনি। 

মায়ের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে পরিদর্শকের কাছে লিভ নেওয়ার অনুমতি চান রাজিব। এক মিনিট পর লিভ নেওয়ার অনুমতি দিলে চাপা কান্নার শব্দে কথা ভেসে আসে—মা আর নেই।

রাজিবের সহপাঠী শরীফ মিয়া ফেসবুকে লেখেন, অনলাইনে পরীক্ষা চলছিল। প্রায় ৩০ মিনিট অতিক্রান্ত হয়েছে এমন অবস্থায় একটা কান্নার শব্দ পেলাম। ডিসপ্লেতে তাকিয়ে দেখি বন্ধু মোহাম্মাদ রাজিবের চোখে পানি। বলতেছে, ম্যাম, ম্যাম....  ম্যাম, আমি কি লীভ নিতে পারি? আমি একটু যাই! আমার মায়ের একটু সমস্যা হয়েছে। এক মিনিট পর লিভ নেওয়ার অনুমতি পেল সে।

এইতো কিছুক্ষণ আগে শুনলাম তার মা আর ইহজগতে নেই! আল্লাহ তাঁকে মাগফিরাত দান করে জান্নাতবাসী করুন। 

রাজিবের সহপাঠী শারমিন সিমি লেখেন, মৃত্যু কত নিষ্ঠুর! 

রাজীবের মায়ের মৃত্যুতে পুরো ইংরেজি বিভাগে নেমে এসেছে শোকের ছায়া। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিতে দেখা যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত