নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছেন, যারা এ দেশের স্বাধীনতা রচনা করেছেন, পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাসে তাঁদের কোনো নাম ছিল না, তাঁদের কোনো মূল্যায়নও ছিল না।
আজ সোমবার পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মেয়র তাপস বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছিল। তারপরই জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা হারিয়ে গেল। মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করা হলো, ইতিহাস বিকৃত করা হলো। সে সময় এমন এক ইতিহাস রচনা করা হলো, সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো নাম নাই। যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ করেছেন, যারা এ দেশের স্বাধীনতা রচনা করেছেন, তাঁদের কোনো নাম নেই, তাঁদের কোনো মূল্যায়ন নেই।
মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন-সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দার আলী এবং ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছেন, যারা এ দেশের স্বাধীনতা রচনা করেছেন, পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাসে তাঁদের কোনো নাম ছিল না, তাঁদের কোনো মূল্যায়নও ছিল না।
আজ সোমবার পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মেয়র তাপস বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছিল। তারপরই জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা হারিয়ে গেল। মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করা হলো, ইতিহাস বিকৃত করা হলো। সে সময় এমন এক ইতিহাস রচনা করা হলো, সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো নাম নাই। যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ করেছেন, যারা এ দেশের স্বাধীনতা রচনা করেছেন, তাঁদের কোনো নাম নেই, তাঁদের কোনো মূল্যায়ন নেই।
মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন-সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দার আলী এবং ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ।
পারিবারিক সূত্রে জানা যায়, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। রোববার ভোরে ঘরের ভেতরে তাঁকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
৮ মিনিট আগেসিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান বলছে, মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের নিবন্ধনের সুযোগ নিয়ে গড়ে ওঠা সমবায় প্রতিষ্ঠানটি ব্যাংকিং কার্যক্রমের মতো উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে জামালপুর ও আশপাশের জেলার প্রায় ১৩-১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আমানত নেয়। প্রতি লাখে মাসে...
৯ মিনিট আগেশ্যামপুর থানা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া লিপুর (৪৯) বিরুদ্ধে শ্যামপুর ও ওয়ারী থানায় হত্যাচেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
১৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশাচালক পাভেল চাকমাকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
২০ মিনিট আগে