শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর পৌর এলাকায় একটি ব্যক্তিগত গ্যারেজে রাখা দুটি বিলাসবহুল গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ি দুটির একটি পাজেরো ও অপরটি ল্যান্ডক্রুজার। এতে কমপক্ষে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গাড়ির মালিক কবির চৌকিদার।
গতকাল শনিবার (১৩ এপ্রিল) দুপুরে শরীয়তপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাড়ির মালিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার ও তাঁর ভাই কবির চৌকিদার ৭৫ লাখ টাকা ব্যয়ে দুটি পাজেরো ও ল্যান্ডক্রুজার গাড়ি কিনেছিলেন। ব্যবহার শেষে গাড়ি দুটি সব সময় বাড়ির ভেতর গ্যারেজে রাখতেন। গত শনিবার বেলা আড়াইটার দিকে বাড়ির ৭-৮ বছরের দুটি শিশু গ্যারেজটির মধ্যে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে খেলছিল। এ সময় হঠাৎ একটি গাড়িতে আগুন লেগে যায়। দুই শিশু তখন দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। ততক্ষণে দুটি গাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়।
পাজেরো গাড়ির মালিক ফারুক আহমেদ চৌকিদার ওমরাহ করার জন্য এখন সৌদি আরবে রয়েছেন।
ল্যান্ডক্রুজার গাড়ির মালিক কবির চৌকিদার বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আমার দুই ভাতিজা গ্যারেজে ম্যাচের আগুন নিয়ে খেলা করছিল। গ্যারেজে কিছু পাটখড়িও ছিল। শিশুরা আগুন নিয়ে খেলতে গিয়ে আগুন ধরে যায়। তারা দৌড়ে এসে বাড়ির লোকদের জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়ি দুটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমরা থানায় কোনো অভিযোগ করিনি।
এ বিষয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল বিশ্বাস বলেন, গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গাড়ির মালিক আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। এ জন্য আমরা তদন্ত করিনি। তদন্ত করলে আগুন লাগার কারণ জানা যাবে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যক্তিগত গ্যারেজে আগুন লেগে দুটি গাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’
খোঁজ নিয়ে জানা গেছে, আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার মোট পাঁচবার এ সংগঠনের সভাপতি এবং একবার সাধারণ সম্পাদক হয়েছেন। এ ছাড়া তাঁর নির্দিষ্ট কোনো ব্যবসা নেই। আর তাঁর ভাই কবির চৌকিদার জমি কেনাবেচার ব্যবসা করেন। তাঁরা দুজনে ক্ষমতাসীন রাজনীতির সঙ্গে জড়িত।
শরীয়তপুর পৌর এলাকায় একটি ব্যক্তিগত গ্যারেজে রাখা দুটি বিলাসবহুল গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ি দুটির একটি পাজেরো ও অপরটি ল্যান্ডক্রুজার। এতে কমপক্ষে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গাড়ির মালিক কবির চৌকিদার।
গতকাল শনিবার (১৩ এপ্রিল) দুপুরে শরীয়তপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাড়ির মালিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার ও তাঁর ভাই কবির চৌকিদার ৭৫ লাখ টাকা ব্যয়ে দুটি পাজেরো ও ল্যান্ডক্রুজার গাড়ি কিনেছিলেন। ব্যবহার শেষে গাড়ি দুটি সব সময় বাড়ির ভেতর গ্যারেজে রাখতেন। গত শনিবার বেলা আড়াইটার দিকে বাড়ির ৭-৮ বছরের দুটি শিশু গ্যারেজটির মধ্যে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে খেলছিল। এ সময় হঠাৎ একটি গাড়িতে আগুন লেগে যায়। দুই শিশু তখন দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। ততক্ষণে দুটি গাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়।
পাজেরো গাড়ির মালিক ফারুক আহমেদ চৌকিদার ওমরাহ করার জন্য এখন সৌদি আরবে রয়েছেন।
ল্যান্ডক্রুজার গাড়ির মালিক কবির চৌকিদার বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আমার দুই ভাতিজা গ্যারেজে ম্যাচের আগুন নিয়ে খেলা করছিল। গ্যারেজে কিছু পাটখড়িও ছিল। শিশুরা আগুন নিয়ে খেলতে গিয়ে আগুন ধরে যায়। তারা দৌড়ে এসে বাড়ির লোকদের জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়ি দুটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমরা থানায় কোনো অভিযোগ করিনি।
এ বিষয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল বিশ্বাস বলেন, গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গাড়ির মালিক আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। এ জন্য আমরা তদন্ত করিনি। তদন্ত করলে আগুন লাগার কারণ জানা যাবে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যক্তিগত গ্যারেজে আগুন লেগে দুটি গাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’
খোঁজ নিয়ে জানা গেছে, আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার মোট পাঁচবার এ সংগঠনের সভাপতি এবং একবার সাধারণ সম্পাদক হয়েছেন। এ ছাড়া তাঁর নির্দিষ্ট কোনো ব্যবসা নেই। আর তাঁর ভাই কবির চৌকিদার জমি কেনাবেচার ব্যবসা করেন। তাঁরা দুজনে ক্ষমতাসীন রাজনীতির সঙ্গে জড়িত।
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৫ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৫ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৫ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৬ ঘণ্টা আগে