Ajker Patrika

নরসিংদী বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি
আজ সকাল ১০টায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বড় বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল ১০টায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বড় বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা। আজ শনিবার সকাল ১০টায় বড় বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী বিভিন্ন সময়ে বড় বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করছে। না দিলে হামলা ও মারধরের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসব সন্ত্রাসীকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। যদি দুই দিনের মধ্যে এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীতে সময়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে একটি বাঁশ ও একটি লাঠি রাখার নির্দেশ দেন ব্যবসায়ী নেতারা।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানু, নরসিংদী বাজার বণিক সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, পরিচালক নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া, ফারুক আহমেদ, নরসিংদী বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া, সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত