Ajker Patrika

৪২ গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৪২ গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আজ শনিবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজার এলাকায় বিক্ষোভ হয়। ছবি: আজকের পত্রিকা
৪২ গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আজ শনিবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজার এলাকায় বিক্ষোভ হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৪২টি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেছে গ্রামবাসী। তারা টায়ারে আগুন ও গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী চনপাড়া-নগরপাড়া সড়ক অবরোধ করেন।

আজ শনিবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজার এলাকায় সড়কে এই বিক্ষোভ হয়। আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমালে ও পল্লী বিদ্যুতের ডিজিএমকে অপসারণ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৪২ গ্রাম বিদ্যুতের ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখানে বিদ্যুৎ থাকে না বলেই চলে। সপ্তাহের ছুটির দিনেও নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তীব্র গরমে অসহনীয় ভোগান্তি ভোগ করতে হয় বাসিন্দাদের। লেখাপড়া থেকে শুরু করে স্থানীয় ক্ষুদ্র শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, আনোয়ার হোসেন আনু, নাসির আহম্মেদ, আব্দুস সাত্তার, নুর হোসেন, আক্তার হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত