Ajker Patrika

৩০০ টাকায় স্যালাইন বেচে জরিমানা গুনলেন ২০ হাজার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সামনের এক ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে স্যালাইন বিক্রি করায় তাদের এই জরিমানা করেন নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। 

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ফার্মেসিতে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। 

অভিযান পরিচালনা করা সংস্থাটির সহকারী পরিচালক সেলিমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই শুনতে পাচ্ছিলাম ডেঙ্গুর প্রকোপের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা সাধারণ স্যালাইন অধিক দামে বিক্রি করছে। ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রির অভিযোগ আসছিল। আজ অভিযান পরিচালনার সময় হাতে নাতে বিষয়টি ধরতে পারি। পরে পয়েন্ট নামের একটি ওষুধের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা ও অন্যদের সতর্ক করে দেওয়া হয়।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন— কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন রবিন, জেলা পুলিশের একটি টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত