সৌগত বসু, ঢাকা
হাতিরঝিল চক্রাকার বাসের রুট বর্ধিত হয়ে কারওয়ান বাজারসংলগ্ন চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বাস ও ঝিলে চলাচলরত ওয়াটার ট্যাক্সিতে যুক্ত হতে যাচ্ছে র্যাপিড পাসের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতি। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে এই সুবিধাগুলো। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে গতকাল সোমবার রাতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ও ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম আজকের পত্রিকাকে জানান, তাঁরা এমন চিন্তাভাবনা করেছেন। আশা করছেন, চলতি মাসের মধ্যে বাস ও ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাস চালু করবেন।
ধ্রুব আলম জানান, চালুর দিন থেকেই বাসগুলো এফডিসি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলে প্রবেশ করবে। এর ফলে জনসাধারণ মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার থেকে এসে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে একই কার্ড তথা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা র্যাপিড পাস ব্যবহার করার জন্য বাসের চারটি কাউন্টার নির্ধারণ করেছি। অন্যদিকে ওয়াটার ট্যাক্সির জন্য দুটি ঘাটে র্যাপিড পাস পদ্ধতি চালু হবে।’
ডিটিসিএ সূত্রে জানা যায়, বাস ও ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাস প্রচলনের অনুমতি পেয়েছে ডিটিসিএ। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। যাঁরা এগুলো অপারেট করবেন, তাঁদের প্রতি শুক্র ও শনিবার প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ছুটির দিনেও প্রশিক্ষণ দেওয়া হবে।
ডিটিসিএ সূত্র আরও জানিয়েছে, শুরুতে সব মিলিয়ে ১০টি মেশিন চালু করা হবে। প্রাথমিকভাবে ওয়াটার বাসের দুটি জেটিতে বা ঘাটে মেশিন বসানো হবে। সেগুলো হলো—এফডিসি ঘাট ও পুলিশ প্লাজা ঘাট। আর বাকি গুদারাঘাট ও রামপুরায় আগামী আগস্টে বসানোর পরিকল্পনা আছে। অন্যদিকে বাসের দশটা কাউন্টারে এর মধ্যে ছয়টিতে মেশিন বসানোর কাজ শুরু করা হচ্ছে। এগুলো হলো—এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডা কাউন্টার।
এ ছাড়া, ডিটিসিএ বলছে, তাদের আরও মেশিন আছে এবং সেগুলো পর্যায়ক্রমে বউবাজার ও কুনিপাড়া কাউন্টারে বসানো হবে। যাত্রীরা কাউন্টারে গন্তব্য বললে সে অনুযায়ী টিকিট বের হবে। অক্টোবরের মধ্যে ভ্যালিডেটর বাসের ভেতরে লাগানো হবে। তখন কার্ড দিয়ে পাঞ্চ করলেই হবে। ওয়াটার ট্যাক্সির ক্ষেত্রে এন্ট্রি ও এক্সিট পয়েন্টে মেশিন থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পয়েন্ট অব সেল বা পিওএস মেশিন অথবা ‘বাস ভ্যালিডেটরের’ মাধ্যমে ভাড়া আদায় করা হবে। পিওএস মেশিনে ভাড়া আদায় হলে এটি নির্দিষ্ট সময়ের পর তা মালিকের কাছে যাবে। এখানে র্যাপিড পাসের মাধ্যমে আদায়কৃত ভাড়ার সমন্বয় হবে ডিটিসিএর ক্লিয়ারিং হাউসে। এ ছাড়া, উদ্বোধনের দিন থেকে এক মাস সব জেটি ও বাস স্টপে প্রমোশনাল ক্যাম্পেইন চলবে র্যাপিড পাসের। যাত্রীসাধারণ সেখান থেকে র্যাপিড পাস কিনতে ও রিচার্জ করতে পারবেন।
বাসের রুট বর্ধিতকরণ নিয়ে ডিটিসিএ বলছে, হাতিরঝিলের চক্রাকার বাসের রুট পারমিট এফডিসি পর্যন্ত আগে থেকেই নেওয়া আছে। এটিকে কারওয়ান বাজার মেট্রোরেল পর্যন্ত বাড়ানোর চিন্তা চলছে। তবে সোনারগাঁও হোটেলের পাশে সার্ক ফোয়ারা মোড়ের যানজটের কারণে তা নিয়ে সংশয় দেখা গেছে। এ জন্য যাত্রীরা টিসিবি ভবনের সামনে থেকেই উদ্বোধনের পর বাসে উঠতে পারবেন।
এ বিষয়ে ধ্রুব আলম বলেন, ‘যেদিন র্যাপিড পাসের উদ্বোধন হবে, সেদিন থেকেই বাস এফডিসি পর্যন্ত চলাচল করবে। এফডিসি গেটের পাশের কাউন্টার বসানোর কাজ চলছে। মূলত মেট্রোরেল স্টেশন থেকে নেমে যাত্রীরা যেন সুবিধা পায়, সে জন্য এটা করা হচ্ছে। তবে আস্তে আস্তে কারওয়ান বাজার পর্যন্ত করা হবে।’
হাতিরঝিল চক্রাকার বাসের রুট বর্ধিত হয়ে কারওয়ান বাজারসংলগ্ন চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বাস ও ঝিলে চলাচলরত ওয়াটার ট্যাক্সিতে যুক্ত হতে যাচ্ছে র্যাপিড পাসের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতি। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে এই সুবিধাগুলো। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে গতকাল সোমবার রাতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ও ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম আজকের পত্রিকাকে জানান, তাঁরা এমন চিন্তাভাবনা করেছেন। আশা করছেন, চলতি মাসের মধ্যে বাস ও ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাস চালু করবেন।
ধ্রুব আলম জানান, চালুর দিন থেকেই বাসগুলো এফডিসি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলে প্রবেশ করবে। এর ফলে জনসাধারণ মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার থেকে এসে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে একই কার্ড তথা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা র্যাপিড পাস ব্যবহার করার জন্য বাসের চারটি কাউন্টার নির্ধারণ করেছি। অন্যদিকে ওয়াটার ট্যাক্সির জন্য দুটি ঘাটে র্যাপিড পাস পদ্ধতি চালু হবে।’
ডিটিসিএ সূত্রে জানা যায়, বাস ও ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাস প্রচলনের অনুমতি পেয়েছে ডিটিসিএ। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। যাঁরা এগুলো অপারেট করবেন, তাঁদের প্রতি শুক্র ও শনিবার প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ছুটির দিনেও প্রশিক্ষণ দেওয়া হবে।
ডিটিসিএ সূত্র আরও জানিয়েছে, শুরুতে সব মিলিয়ে ১০টি মেশিন চালু করা হবে। প্রাথমিকভাবে ওয়াটার বাসের দুটি জেটিতে বা ঘাটে মেশিন বসানো হবে। সেগুলো হলো—এফডিসি ঘাট ও পুলিশ প্লাজা ঘাট। আর বাকি গুদারাঘাট ও রামপুরায় আগামী আগস্টে বসানোর পরিকল্পনা আছে। অন্যদিকে বাসের দশটা কাউন্টারে এর মধ্যে ছয়টিতে মেশিন বসানোর কাজ শুরু করা হচ্ছে। এগুলো হলো—এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডা কাউন্টার।
এ ছাড়া, ডিটিসিএ বলছে, তাদের আরও মেশিন আছে এবং সেগুলো পর্যায়ক্রমে বউবাজার ও কুনিপাড়া কাউন্টারে বসানো হবে। যাত্রীরা কাউন্টারে গন্তব্য বললে সে অনুযায়ী টিকিট বের হবে। অক্টোবরের মধ্যে ভ্যালিডেটর বাসের ভেতরে লাগানো হবে। তখন কার্ড দিয়ে পাঞ্চ করলেই হবে। ওয়াটার ট্যাক্সির ক্ষেত্রে এন্ট্রি ও এক্সিট পয়েন্টে মেশিন থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পয়েন্ট অব সেল বা পিওএস মেশিন অথবা ‘বাস ভ্যালিডেটরের’ মাধ্যমে ভাড়া আদায় করা হবে। পিওএস মেশিনে ভাড়া আদায় হলে এটি নির্দিষ্ট সময়ের পর তা মালিকের কাছে যাবে। এখানে র্যাপিড পাসের মাধ্যমে আদায়কৃত ভাড়ার সমন্বয় হবে ডিটিসিএর ক্লিয়ারিং হাউসে। এ ছাড়া, উদ্বোধনের দিন থেকে এক মাস সব জেটি ও বাস স্টপে প্রমোশনাল ক্যাম্পেইন চলবে র্যাপিড পাসের। যাত্রীসাধারণ সেখান থেকে র্যাপিড পাস কিনতে ও রিচার্জ করতে পারবেন।
বাসের রুট বর্ধিতকরণ নিয়ে ডিটিসিএ বলছে, হাতিরঝিলের চক্রাকার বাসের রুট পারমিট এফডিসি পর্যন্ত আগে থেকেই নেওয়া আছে। এটিকে কারওয়ান বাজার মেট্রোরেল পর্যন্ত বাড়ানোর চিন্তা চলছে। তবে সোনারগাঁও হোটেলের পাশে সার্ক ফোয়ারা মোড়ের যানজটের কারণে তা নিয়ে সংশয় দেখা গেছে। এ জন্য যাত্রীরা টিসিবি ভবনের সামনে থেকেই উদ্বোধনের পর বাসে উঠতে পারবেন।
এ বিষয়ে ধ্রুব আলম বলেন, ‘যেদিন র্যাপিড পাসের উদ্বোধন হবে, সেদিন থেকেই বাস এফডিসি পর্যন্ত চলাচল করবে। এফডিসি গেটের পাশের কাউন্টার বসানোর কাজ চলছে। মূলত মেট্রোরেল স্টেশন থেকে নেমে যাত্রীরা যেন সুবিধা পায়, সে জন্য এটা করা হচ্ছে। তবে আস্তে আস্তে কারওয়ান বাজার পর্যন্ত করা হবে।’
নগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
৩ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত মেশিনের সাহায্যে রাতে অসাধু ব্যক্তিরা নদীর বিভিন্ন অংশে মাছ শিকার করছেন। এতে মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে।
৪ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে সরকারি প্রকল্পে বালু ভরাটের নামে নদীতে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু লুটের অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। তিনি রাজনৈতিক ক্ষমতার দাপটে খননযন্ত্রে সাইনবোর্ড টাঙিয়ে অবাধে বালু লুট করছেন।
৪ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ২০০৮ সালে বিভিন্ন খালের ওপর নির্মাণ করা হয়েছিল ২১টি আয়রন সেতু। এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। গত আট মাসে এর ১০টি সেতু ভেঙে পড়েছে। এসব সেতু ভেঙে
৪ ঘণ্টা আগে