Ajker Patrika

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২০: ০৩
বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি অব্যাহত

দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। আজ মঙ্গলবার ঢাকার নিম্ন আদালতে আইনজীবীরা আদালত বর্জন করেন।

গত সোমবার থেকে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা আদালত বর্জনের কর্মসূচি পালন করে আসছেন। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তাঁরা।

আজ সকালে আইনজীবীরা আদালত বর্জনের পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা ‘ডামি নির্বাচন’ বন্ধের দাবিতে নানান স্লোগান দেন।

আইনজীবী সমিতির সামনে সমাবেশে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলী, ওমর ফারুক ফারুকী, জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিলের নেতা এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের সব আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।

তবে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচি চললেও বিভিন্ন নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের আদালতে হাজিরা দিতে দেখা গেছে। এসব মামলায় আইনজীবীরাও শুনানি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত