Ajker Patrika

মহামারির দুই বছর পর হজ ফ্লাইট শুরু

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৭: ২৭
মহামারির দুই বছর পর হজ ফ্লাইট শুরু

করোনা মহামারির দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশে হজ ফ্লাইট শুরু হয়েছে। ৪১০ জন হজ যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার সকাল ৯টার দিকে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা ছাড়ে। 

এ সময় আনুষ্ঠানিক উদ্বোধন করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহাবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তাঁরা হজযাত্রীদের খোঁজ খবর নেন তাঁরা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে এবার সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরুর আগে হজযাত্রীদের ইমিগ্রেশন হয়েছে হজক্যাম্পে। আর সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 

পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে আসন গ্রহণ করেন। এরপর এয়ারক্রাফটের ভেতরে সবার কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম জানান, আশকোনার হজ ক্যাম্প থেকে ভোর ৫টার দিকে কয়েকটি বাসে করে হজ যাত্রীদের বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে সকাল ৯টার দিকে হজ যাত্রী বহনকারী বিমান সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

উল্লেখ্য, এবার সারা বিশ্বের ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পালনের সুযোগ পাবেন। 

চাঁদ দেখা গেলে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে গত ২ বছর বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত