Ajker Patrika

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুমন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুমন সুনামগঞ্জ জেলার ভাঙ্গাপাড়া এলাকার রজব আলীর ছেলে। তিনি নরসিংহপুর এলাকায় স্পিনিং মিলে কর্মরত ছিলেন।

নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার বলেন, ‘আমার স্বামী কারখানার মেকানিক্যাল সেকশনে কাজ করতেন। সকালে বাড়ি থেকে হেঁটে মিলে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’

সুমনের সহকর্মী ইব্রাহিম বলেন, সকালে রাস্তা ফাঁকা থাকায় ছিনতাইকারীরা তাঁকে ধরে। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেকে রেফার করে। সেখানে সকাল ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে সুমন নামে এক ব্যক্তির বুকে ছুরিকাঘাত নিয়ে আসা যুবকের মৃত্যু হয়েছে। তাঁর লাশ মর্গে রাখা আছে।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন বলেন, ছুরিকাঘাতের শিকার যুবকের বুকে গুরুতর আঘাত ছিল। এ কারণে তাঁকে ঢামেকে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত