Ajker Patrika

জমি ভাড়া নিয়ে দখলের অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২২, ১৮: ৪৬
জমি ভাড়া নিয়ে দখলের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে জামাল উদ্দিন (৬২) নামের এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে তা জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে ব্যবসায়ী ফারুক মিয়ার (৫৫) বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই জমির মালিক স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও ইউএনও মো. আসসাদিকজামান। 

অভিযোগকারী জামাল উদ্দিন উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের হাবিল শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। অন্যদিকে, অভিযুক্ত ব্যবসায়ী ফারুক মিয়া একই উপজেলার পৌর এলাকার মূলগাঁও গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ইটভাটার ব্যবসা করেন। 

ভুক্তভোগী জামাল উদ্দিন জানান, ১৯৯৩ সাল থেকে ধারাবাহিকভাবে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও মৌজায় ১ হাজার ৩৮১ শতাংশ জমি ইটভাটার ব্যবসার জন্য ভাড়া নেন ব্যবসায়ী ফারুক মিয়া। এ পর্যন্ত তিনি নিয়মিত ভাড়া পরিশোধও করে আসছিলেন। সম্প্রতি ওই জমি নিজেদের প্রয়োজনে ফেরত চাইলে ফারুক মিয়া তা ফেরত দিতে গড়িমসি শুরু করেন এবং জোরপূর্বক জবরদখলের পাঁয়তারা করেন। 

জামাল উদ্দিন বলেন, ‘এরপর আমি নিজের জমির ফেরত পাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছি।’ 

অভিযুক্ত ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, ‘ওখানে তাঁর (জামাল উদ্দিন) কোনো জমিই নেই।’ 

ইউএনও মো. আসসাদিকজামান বলেন, ‘এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য মহোদয় স্বাক্ষরিত লিখিত একটি অভিযোগের কপিতে বিষয়টি আমাকে দেখার অনুরোধ করেছেন।’ 

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিল। আমি বিষয়টি ইউএনও সাহেবকে দেখতে বলেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত