Ajker Patrika

ছাত্র নামের দুষ্কৃতকারীরা বর্বরোচিত হামলা চালিয়েছে, সাইনবোর্ড খুলে নিয়েছে: সিটি কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৭: ৪৫
ঢাকা সিটি কলেজের সামনে ছাত্রদের ভিড়। ছবি: আজকের পত্রিকা।
ঢাকা সিটি কলেজের সামনে ছাত্রদের ভিড়। ছবি: আজকের পত্রিকা।

কিছু ছাত্র নামের দুষ্কৃতকারী ঢাকা সিটি কলেজের স্থাপনায় বর্বরোচিত হামলা করেছে বলে বিচার চেয়েছেন ‎কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোবারক হোসেন। তিনি বলেন, ‘সিটি কলেজের স্থাপনায় হামলা করল, আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই। আমরা এই হামলার নিন্দা জানাই।’

আজ ‎মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে দুই কলেজের সংঘর্ষ থামার পর ঢাকা সিটি কলেজের সামনে এ কথা বলেন তিনি।

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছবি: আজকের পত্রিকা
দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছবি: আজকের পত্রিকা

‎মোবারক হোসেন বলেন, ‘গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনায় ঢাকা কলেজের একজন ছাত্র আহত হয়েছে। তাকে কে বা কারা আক্রমণ করেছে আমরা জানি না। সংবাদ পাওয়ার পর আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই শঙ্কায় আমরা ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও বলেছেন, তাঁদের শিক্ষার্থীরা কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না। আমরাও আমাদের ছাত্ররা যাতে কোনো ধরনের গন্ডগোলে লিপ্ত না হতে পারে, আমরা সকাল থেকে শিক্ষকদের বিভিন্ন ধরনের গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি।’

‎সিটি কলেজের অধ্যক্ষ বলেন, ‘আমরা হঠাৎ করে ১১টার দিকে দেখলাম, কিছু ছাত্র নামের দুষ্কৃতকারী ঢাকা সিটি কলেজের স্থাপনায় হামলা করল, বর্বরোচিত হামলা। আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই। আমরা এই হামলার নিন্দা জানাই।’ ‎

এই অবস্থায় কলেজ বন্ধ থাকবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

‎তবে এর আগে বেলা সোয়া ৩টার দিকে অধ্যক্ষ মোবারক হোসেন কলেজের মাইকে দুই দিনের ছুটি ঘোষণা করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত