Ajker Patrika

নির্ধারিত সময়ে বিটিআরসির প্রাপ্য অর্থ দেয়নি ৫৮ টিভিএএস প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৪, ২১: ৩২
নির্ধারিত সময়ে বিটিআরসির প্রাপ্য অর্থ দেয়নি ৫৮ টিভিএএস প্রতিষ্ঠান

রাজস্ব আয় এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ নির্ধারিত সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেয়নি টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভিএএস) সার্টিফিকেটধারী ৫৮টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে ৭ দিনের (১৪ জুলাই) মধ্যে যাবতীয় বকেয়া পরিশোধ করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। গত ৭ জুলাই বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন। 

এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, বিটিআরসির ইস্যু করা টিভিএএস গাইডলাইন অনুযায়ী টিভিএএস সার্টিফিকেট গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে মোট অর্জিত রাজস্বের ৫ দশমিক ৫ শতাংশ হারে রেভিনিউ শেয়ারিং এবং ১ শতাংশ হারে সামাজিক দায়বদ্ধতা ফি বিটিআরসিতে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। 

কিন্তু ৫৮টি প্রতিষ্ঠান এখনো এই অর্থ জমা দেয়নি। তাই এসব প্রতিষ্ঠানকে গাইডলাইনের মোতাবেক রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল চাঁদার সকল বকেয়া অর্থ প্রযোজ্য মূসক ও বিলম্ব ফিসহ পত্র জারির ৭ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 

নির্দেশনায় আরও বলা হয়, এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করাদের বিরুদ্ধে টিভিএএস রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত