সাইফুল মাসুম, ঢাকা
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়া পল্টনে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই মহাসমাবেশে নেতা–কর্মীদের ব্যবহারের জন্য নাইটিঙ্গেল মোড়ের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে ১১টি মোবাইল টয়লেট। দলের নেতা–কর্মীরা বিনা পয়সায় এসব টয়লেট ব্যবহারের সুযোগ পেয়েছেন।
আজ শুক্রবার দুপুরের পর মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতা–কর্মীরা জড়ো হতে থাকেন সকাল থেকেই। শুক্রবার বেলা ১১টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায় রাজধানীর কাকরাইল, শান্তিনগর, পল্টন মোড় এলাকা।
মোহাম্মদপুর থেকে আসা মন্নান মিস্ত্রি নামে বিএনপির এক কর্মী জানান, সমাবেশের কারণে মার্কেটগুলো বন্ধ। মসজিদও অনেক দূরে। মোবাইল টয়লেটের কারণে সবার উপকার হয়েছে।
ময়মনসিংহ ভালুকা থেকে আসা ছাত্রদল নেতা এসএম আলী রাজ জানান, তিনি গতকাল মধ্যরাতে ঢাকায় এসেছেন। রাতে কয়েকজনসহ ফুটপাতে ছিলেন। আশপাশে টয়লেট না থাকায় অসুবিধায় পড়েছিলেন। রাজ বলেন, নাইটিঙ্গেল মোড়ের মতো সমাবেশস্থলের আশপাশের মোড়েও মোবাইল টয়লেট রাখা উচিত ছিল।
মোবাইল টয়লেট কারা ব্যবস্থাপনা করছেন জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী নামে একজন এগিয়ে আসেন। তিনি নিজের পরিচয় দেন ফেনী জেলার সাবেক ছাত্রদল নেতা হিসেবে। মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ যৌথভাবে এই টয়লেটের ব্যবস্থা করেছেন। টয়লেট ব্যবস্থাপনায় ১২ জন সুইপারসহ কয়েকজন দলীয় নেতা–কর্মী কাজ করছেন।
তবে প্রতিটি টয়লেটের গায়ে স্টিকারে লেখা রয়েছে, ‘শহর আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের’–সৌজন্যে তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেখানে তাঁর পরিচয় লেখা রয়েছে, জনতার মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এ বিষয় জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, স্টিকার আমি লাগিয়ে দিয়েছি। তবে নাম হাইলাইটস করা নিষেধ আছে। তাবিথ আউয়াল টয়লেট তৈরিতে অর্থায়ন করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমি ডিটেইলস বলব না। আমি তত্ত্বাবধান করছি সরাসরি দলের চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে।’
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়া পল্টনে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই মহাসমাবেশে নেতা–কর্মীদের ব্যবহারের জন্য নাইটিঙ্গেল মোড়ের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে ১১টি মোবাইল টয়লেট। দলের নেতা–কর্মীরা বিনা পয়সায় এসব টয়লেট ব্যবহারের সুযোগ পেয়েছেন।
আজ শুক্রবার দুপুরের পর মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতা–কর্মীরা জড়ো হতে থাকেন সকাল থেকেই। শুক্রবার বেলা ১১টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায় রাজধানীর কাকরাইল, শান্তিনগর, পল্টন মোড় এলাকা।
মোহাম্মদপুর থেকে আসা মন্নান মিস্ত্রি নামে বিএনপির এক কর্মী জানান, সমাবেশের কারণে মার্কেটগুলো বন্ধ। মসজিদও অনেক দূরে। মোবাইল টয়লেটের কারণে সবার উপকার হয়েছে।
ময়মনসিংহ ভালুকা থেকে আসা ছাত্রদল নেতা এসএম আলী রাজ জানান, তিনি গতকাল মধ্যরাতে ঢাকায় এসেছেন। রাতে কয়েকজনসহ ফুটপাতে ছিলেন। আশপাশে টয়লেট না থাকায় অসুবিধায় পড়েছিলেন। রাজ বলেন, নাইটিঙ্গেল মোড়ের মতো সমাবেশস্থলের আশপাশের মোড়েও মোবাইল টয়লেট রাখা উচিত ছিল।
মোবাইল টয়লেট কারা ব্যবস্থাপনা করছেন জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী নামে একজন এগিয়ে আসেন। তিনি নিজের পরিচয় দেন ফেনী জেলার সাবেক ছাত্রদল নেতা হিসেবে। মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ যৌথভাবে এই টয়লেটের ব্যবস্থা করেছেন। টয়লেট ব্যবস্থাপনায় ১২ জন সুইপারসহ কয়েকজন দলীয় নেতা–কর্মী কাজ করছেন।
তবে প্রতিটি টয়লেটের গায়ে স্টিকারে লেখা রয়েছে, ‘শহর আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের’–সৌজন্যে তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেখানে তাঁর পরিচয় লেখা রয়েছে, জনতার মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এ বিষয় জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, স্টিকার আমি লাগিয়ে দিয়েছি। তবে নাম হাইলাইটস করা নিষেধ আছে। তাবিথ আউয়াল টয়লেট তৈরিতে অর্থায়ন করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমি ডিটেইলস বলব না। আমি তত্ত্বাবধান করছি সরাসরি দলের চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে।’
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১২ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১৫ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ মিনিট আগে