Ajker Patrika

ট্রেনে কাটা পড়ে ছেলের মৃত্যু, বেঁচে গেলেন বাবা 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে ছেলের মৃত্যু, বেঁচে গেলেন বাবা 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ট্রেনে কাটা একজনে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। নিহতের নাম আব্দুল্লাহ (৩৫) ও আহত হয়েছেন তাঁর পিতা হাফেজ মাওলানা মো. আলাউদ্দিন। তাঁদের বাড়ি উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামে। 

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার সরাতৈল এলাকায় এই ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহ তাঁর পিতাকে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় এক ওয়াজ মাহফিলে যোগ দেয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে উপজেলার সরাতৈল এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বাবা মাওলানা আলাউদ্দিন ট্রেন দেখে মোটরসাইকেল থেকে দ্রুত নামতে গিয়ে আহত হলেও প্রাণে বেঁচে যান। এ সময় ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনে কাটা পড়ে মারা যান আব্দুল্লাহ। আহত মো. আলাউদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন ইনচার্জ এসএম মাসুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ের লোক পৌঁছানোর আগেই স্বজনরা নিহতের লাশ নিয়ে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত