কুষ্টিয়া প্রতিনিধি
শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে আজ রোববার তৃতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে চলছে বাস ধর্মঘট। ঝিনাইদহের কালীগঞ্জে বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার থেকে এ ধর্মঘট শুরু হয়।
সমস্যা সমাধানে বাসের মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক করার এক দিন পেরিয়ে গেলেও কোনো সমাধান হয়নি। আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল সোমবার থেকে জেলা থেকে সব ধরনের যান চলাচল বন্ধের আলটিমেটাম দিয়েছে কুষ্টিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে তিন দিন ধরে চলমান এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী মানুষ। ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছে কর্মমুখী লোকেরা। এতে সময়ের সঙ্গে খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ। এমন অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তাঁরা।
এদিকে কুষ্টিয়ার পাঁচটি সংগঠনের নেতৃত্বে গঠিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার এক দিন পার হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাঁরা গাড়ি চালাতে চান, কিন্তু ঝিনাইদহের আগ্রাসনের কারণে পারছেন না। তাঁরা দাবি জানিয়েছেন, এগুলো না মানলে আগামীকাল থেকে এই জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘গাড়ি চালানো জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। চাই না মানুষ ভোগান্তিতে থাকুক। কিন্তু আমাদের ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা গাড়ি বন্ধ রাখতে বাধ্য করেছেন। গতকাল জেলা প্রশাসকের কাছে আমাদের দাবির কথা বলেছি। দাবি মানলেই গাড়ি চালাব।’
আফজাল হোসেন বলেন, ‘দাবি না মানলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা ডেকে আগামীকাল জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
জেলা প্রশাসক সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়, সে জন্য দ্রুত সমস্যা সমাধানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
বাসের অতিরিক্ত টিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক-শ্রমিক ইউনিয়নের বিরোধ তৈরি হয়। এর জেরে গত বৃহস্পতিবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়ার মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠন।
শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে আজ রোববার তৃতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে চলছে বাস ধর্মঘট। ঝিনাইদহের কালীগঞ্জে বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার থেকে এ ধর্মঘট শুরু হয়।
সমস্যা সমাধানে বাসের মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক করার এক দিন পেরিয়ে গেলেও কোনো সমাধান হয়নি। আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল সোমবার থেকে জেলা থেকে সব ধরনের যান চলাচল বন্ধের আলটিমেটাম দিয়েছে কুষ্টিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে তিন দিন ধরে চলমান এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী মানুষ। ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছে কর্মমুখী লোকেরা। এতে সময়ের সঙ্গে খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ। এমন অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তাঁরা।
এদিকে কুষ্টিয়ার পাঁচটি সংগঠনের নেতৃত্বে গঠিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার এক দিন পার হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাঁরা গাড়ি চালাতে চান, কিন্তু ঝিনাইদহের আগ্রাসনের কারণে পারছেন না। তাঁরা দাবি জানিয়েছেন, এগুলো না মানলে আগামীকাল থেকে এই জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘গাড়ি চালানো জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। চাই না মানুষ ভোগান্তিতে থাকুক। কিন্তু আমাদের ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা গাড়ি বন্ধ রাখতে বাধ্য করেছেন। গতকাল জেলা প্রশাসকের কাছে আমাদের দাবির কথা বলেছি। দাবি মানলেই গাড়ি চালাব।’
আফজাল হোসেন বলেন, ‘দাবি না মানলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা ডেকে আগামীকাল জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
জেলা প্রশাসক সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়, সে জন্য দ্রুত সমস্যা সমাধানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
বাসের অতিরিক্ত টিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক-শ্রমিক ইউনিয়নের বিরোধ তৈরি হয়। এর জেরে গত বৃহস্পতিবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়ার মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠন।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে