Ajker Patrika

সরকারি উদ্যোগে টাকা দিবস পালনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি উদ্যোগে টাকা দিবস পালনের দাবি

বাংলাদেশের প্রথম কাগজি মুদ্রার প্রচলনের ইতিহাস সম্পর্কে সবাইকে জানাতে ‘টাকা দিবস’ পালন করল মুদ্রা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা কালেক্টার। আজ শনিবার রাজধানীর ফার্মগেটে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম মুদ্রিত টাকার আদলে বানানো কেক কেটে দিবসটি পালন করেন পত্রিকাটির উদ্যোক্তারা। অনুষ্ঠানে সরকারি উদ্যোগে জাতীয় টাকা দিবস পালনের দাবি জানানো হয়।

পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. আকিবুর রহমান বলেন, ‘এক ও একশ টাকার নোট প্রচলনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজি মুদ্রা চালু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। এ নিয়ে ১৯৭২ সালের ৫ মার্চ বাংলাদেশ অবসার্ভার একটি সংবাদও প্রকাশ করে। সেই হিসেবে আমরা ৪ মার্চকে টাকা দিবস হিসেবে পালন করছি। সরকারিভাবে এই দিবসটি পালন করা জরুরি।’ 

টাকা দিবস উপলক্ষে দুটি পুস্তিকা প্রকাশ করা হয়। যেখানে এ যাবৎ বাংলাদেশের ব্যাংকের ১৪ জন গভর্নর ও বাংলাদেশ সরকারের ২০ জন অর্থসচিবের ছবি, তাঁদের কার্যকাল ও স্বাক্ষরের (ভিন্নতা সহ) ছবিসহ যুক্ত করা হয়েছে। পত্রিকাটির গবেষণা সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম তার বক্তব্যে গভর্নর ও অর্থসচিববৃন্দের স্বাক্ষরের বিভিন্ন দিক সংগ্রাহকদের সামনে তুলে ধরেন।

ব্যাংকনোট সংগ্রাহকদের মধ্যে বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চার প্রসারের উদ্দেশ্যে ২০০৯ সালে ব্যাংকনোট এবং মুদ্রা-বিষয়ক তথ্য ও গবেষণাধর্মী ত্রৈমাসিক পত্রিকা হিসেবে কালেক্টর যাত্রা শুরু করে। পত্রিকাটির উদ্যোগে ২০২১ সাল থেকে টাকা দিবস পালিত হয়ে আসছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত