কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইসমাইলি মুসলিম কমিউনিটি বাংলাদেশ প্রথমবারের মতো ‘গ্লোবাল ইসমাইলি সিভিক ডে’ উদ্যাপন করেছে। ঢাকার আগা খান ন্যাশনাল কাউন্সিল ফর বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গ্লোবাল ইসমাইলি সিভিক ডে উপলক্ষে ৩০ টিরও বেশি দেশ থেকে হাজারের ওপর কমিউনিটি স্বেচ্ছাসেবক ৬০ টিরও বেশি নাগরিক সংগঠন এবং সরকারের প্রতিনিধিদের সঙ্গে সমাজের নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মিলিত হয়েছেন। এই আন্তর্জাতিক প্রচেষ্টা, সমাজের প্রতি নাগরিকদের প্রতিশ্রুতি এবং ভালো নাগরিকত্বের পাশাপাশি পরিষেবা, শান্তি, সহানুভূতি এবং আত্মনিয়োগের মূল্যবোধের প্রতিফলন ঘটাবে বলে তাঁদের আশা।
দুটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম বিশ্বব্যাপী সংঘটিত হয়েছে, পরিবেশগত ব্যবস্থাপনা এবং করোনা মহামারি মোকাবিলা করা। এ বিষয়ে ইসমাইলি সিভিক স্বেচ্ছাসেবীরা তাদের সময়, জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে তাঁদের সহ-নাগরিকদের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে।
বাংলাদেশে এই বিশ্ব সিভিক দিবস উদ্যাপন উপলক্ষে গত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ইসমাইলি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা রাস্তার পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মী এবং রিকশাচালকসহ সম্মুখ সারির কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেড, আইন প্রয়োগকারী এবং জরুরি সেবা কর্মীদের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়াও, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের এবং বিভিন্ন স্থানীয় সাংবাদিকদের মধ্যে মেডিকেল ফেস মাস্ক বিতরণ করেছেন।
এই উদ্যোগ ও প্রচেষ্টায় আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) সংস্থাগুলো, বেক্সিমকোর পক্ষ থেকে ইয়েলো এবং মিশন সেভ বাংলাদেশ সহযোগিতা করেছে।
ইসমাইলি মুসলিম কমিউনিটি বাংলাদেশ প্রথমবারের মতো ‘গ্লোবাল ইসমাইলি সিভিক ডে’ উদ্যাপন করেছে। ঢাকার আগা খান ন্যাশনাল কাউন্সিল ফর বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গ্লোবাল ইসমাইলি সিভিক ডে উপলক্ষে ৩০ টিরও বেশি দেশ থেকে হাজারের ওপর কমিউনিটি স্বেচ্ছাসেবক ৬০ টিরও বেশি নাগরিক সংগঠন এবং সরকারের প্রতিনিধিদের সঙ্গে সমাজের নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মিলিত হয়েছেন। এই আন্তর্জাতিক প্রচেষ্টা, সমাজের প্রতি নাগরিকদের প্রতিশ্রুতি এবং ভালো নাগরিকত্বের পাশাপাশি পরিষেবা, শান্তি, সহানুভূতি এবং আত্মনিয়োগের মূল্যবোধের প্রতিফলন ঘটাবে বলে তাঁদের আশা।
দুটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম বিশ্বব্যাপী সংঘটিত হয়েছে, পরিবেশগত ব্যবস্থাপনা এবং করোনা মহামারি মোকাবিলা করা। এ বিষয়ে ইসমাইলি সিভিক স্বেচ্ছাসেবীরা তাদের সময়, জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে তাঁদের সহ-নাগরিকদের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে।
বাংলাদেশে এই বিশ্ব সিভিক দিবস উদ্যাপন উপলক্ষে গত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ইসমাইলি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা রাস্তার পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মী এবং রিকশাচালকসহ সম্মুখ সারির কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেড, আইন প্রয়োগকারী এবং জরুরি সেবা কর্মীদের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়াও, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের এবং বিভিন্ন স্থানীয় সাংবাদিকদের মধ্যে মেডিকেল ফেস মাস্ক বিতরণ করেছেন।
এই উদ্যোগ ও প্রচেষ্টায় আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) সংস্থাগুলো, বেক্সিমকোর পক্ষ থেকে ইয়েলো এবং মিশন সেভ বাংলাদেশ সহযোগিতা করেছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে