Ajker Patrika

হরিরামপুরে ট্রাক্টর চাপায় ছাত্রলীগ নেতার মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাক্টর চাপায় আব্দুল্লাহ সায়েম লিপু (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার হরিরামপুর-ঝিটকা সড়কের আন্ধারমানিক এলাকায় বালু-ইট ভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তাঁর মৃত্যু হয়।

আব্দুল্লাহ সায়েম লিপু উপজেলার কর্মকান্দি বয়ড়া গ্রামের লালমদ্দিনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি হরিরামপুরের ওয়ালটন প্লাজার বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

লিপুর মামা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শহিদুর রহমান শহিদ বলেন, আজ বিকেলে হরিরামপুর-লেছড়াগঞ্জ-ঝিটকা আঞ্চলিক সড়কের আন্ধারমানিক এলাকার হামিদ মাস্টারের বাড়ির সামনে এলে বালু আর ইট টানার মাহেন্দ্র গাড়ি (ট্রাক্টর) লিপুর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। লিপু গুরুতর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন।

অবস্থা গুরুতর হলে সাভার এনাম মেডিকেলে নেওয়ার পথে লিপু মারা যানএদিকে স্থানীয়দের অভিযোগ, হরিরামপুরে ‘বালু খেকোদের’ বালু পরিবহনসহ, ইট পরিবহনে অবৈধ যানবাহন নসিমন, ট্রলি, ট্রাক্টর (কাঁকড়া) ব্যবহার করে। চালকদের বেশির ভাগ শিশু-কিশোর। 

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহ সায়েম লিপু উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। ছাত্রলীগের অ্যাকটিভ কর্মী ছিলের তিনি। সম্প্রতি চালু হওয়া হরিরামপুর ওয়ালটন প্লাজায় চাকরিও করতেন। এভাবে সড়কে হত্যা মেনে নেওয়া যায় না।’ 

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত