Ajker Patrika

কাকরাইলে অডিটরদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ২৫
Thumbnail image

অডিটর পদে দুই গ্রেডে বিদ্যমান বেতনবৈষম্য নিরসনের দাবিতে কাকরাইলে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন কর্মকর্তাদের একাংশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত কর্মকর্তারা অডিট ভবনে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনরত কর্মকর্তারা সামনের রাস্তায় অবস্থান নেন। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে সিআইসির পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন কর্মকর্তারা। মূলত তাঁরা আজকের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানান। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভবনের প্রবেশ গেটে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব মোতায়েন করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা রাস্তায় অবস্থান করছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করলেও তাঁরা সড়ক ছাড়ছেন না। প্রচণ্ড গরমে আন্দোলনকারীদের অন্তত তিনজন অসুস্থ হয়ে পড়েন।

আন্দোলনরত কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের অধীনে ১১তম গ্রেডে কর্মরত আড়াই হাজারের অধিক কর্মকর্তা রয়েছেন, যারা দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ সেটি বাস্তবায়ন করছে না। এরই মধ্যে পিটিশন দায়ের করা ৭৫২ জনের বেতন গত ১১ সেপ্টেম্বর বাড়ানো হয়। ফলে একই গ্রেডে থাকা সত্ত্বেও আড়াই হাজার অডিটর বেতনবৈষম্যের শিকার।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত