শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিও ব্যাগবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডের ভেতর ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই শ্রমিকসহ বাল্কহেডটির সন্ধান এখনো মেলেনি।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডটি দড়ি ছিঁড়ে ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেড জিও ব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিও ব্যাগ নামানো হলেও পেছনের দিকে বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় গতকাল রাতে নোঙর করা বাল্কহেডটির রশি ছিঁড়ে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমিয়ে থাকা দুই কর্মচারী নিখোঁজ হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকায় এখনো বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিও ব্যাগবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডের ভেতর ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই শ্রমিকসহ বাল্কহেডটির সন্ধান এখনো মেলেনি।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডটি দড়ি ছিঁড়ে ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেড জিও ব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিও ব্যাগ নামানো হলেও পেছনের দিকে বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় গতকাল রাতে নোঙর করা বাল্কহেডটির রশি ছিঁড়ে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমিয়ে থাকা দুই কর্মচারী নিখোঁজ হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকায় এখনো বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ৫০০ গজ দূরে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসীর গাড়ি ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪ আন্তজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময়ে লুণ্ঠিত কিছু মালপত্র ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
২ মিনিট আগেসুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (১২ মার্চ) বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে এই মাংস ও শিকারের জন্য ব্যবহৃত ৮০টি ফাঁদ জব্দ করা হয়। এ সময় বোটে থাকা পাঁচ শিকারিকে আটক করা হয়।
৫ মিনিট আগেসশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় দখল এবং ঠুনকো অজুহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিলের অভিযোগ তুলেছে যায়যায়দিন কর্তৃপক্ষ। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ এ অভিযোগ...
৬ মিনিট আগেশিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে সবধরনের কোটার ব্যবহার আপাতত স্থগিত করা হয়েছে। এর আগে শিক্ষার্থীরা অযৌক্তিকভাবে পোষ্য কোটাসহ অন্যান্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন।
১০ মিনিট আগে