Ajker Patrika

মাকে হত্যার ২৭ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
মাকে হত্যার ২৭ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তমিরননেছা নামের এক নারীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাঁর ছেলে বাদশা মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছেন র‍্যাব সদস্যরা। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। 

গতকাল শনিবার রাতে ঢাকা জেলার আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে বাদশাকে গ্রেপ্তার করা হয়। তিনি কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের কালোহা গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি নাম পরিবর্তন করে আলী আকবর পরিচয়ে ঢাকা মহানগরের বাড্ডা এবং পরে আশুলিয়ায় আত্মগোপন করেছিলেন। 

র‍্যাব জানায়, বাদশা মিয়ার সঙ্গে তাঁর ছোট বোন কোহিনূর বেগমের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ছিল। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে বোনের সঙ্গে বাদশার ঝগড়া হয়। এ সময় থামাতে গেলে তাঁদের মা তমিরনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা। ওই ঘটনার মামলায় ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি বাদশা মিয়ার অনুপস্থিতিতেই টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত বাদশাকে মৃত্যুদণ্ডের রায় দেন। র‍্যাব গ্রেপ্তার বাদশা মিয়াকে কালিহাতী থানায় হস্তান্তর করেছে। 

কালিহাতী থানার পরিদর্শক শেখ মঞ্জুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, বাদশা মিয়াকে আদালতে পাঠানো হয়েছিল। নথিপত্রের স্বল্পতার কারণে আদালত তাঁকে মামলাসংশ্লিষ্ট নথিপত্রসহ পরবর্তী কার্যদিবসে হাজির করার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত