Ajker Patrika

ঘন কুয়াশায় ১০ ঘণ্টা ধরে বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ৩১
ঘন কুয়াশায় ১০ ঘণ্টা ধরে বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

তীব্র ঘন কুয়াশায় ১০ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল। কুয়াশায় চলতে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি।

এদিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের যাত্রী ও চালকেরা। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, ফেরি পার হতে না পেড়ে আটকা পড়েছে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক মালবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানিয়েছেন, গতকাল রাত ১০টা থেকে পাটুরিয়া ঘাটে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত ১টার দিকে নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

জিল্লুর রহমান জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক মালবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। তবে কখন নাগাদ শুরু হবে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত