নিজস্ব প্রতিবেদক, সাভার ও সাভার (ঢাকা) প্রতিনিধি
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে আজ মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় সাভার ও ধামরাইয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
বেলা ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ডেইরি গেটে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আধঘণ্টা পর মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পরে শিক্ষার্থীরা। এর পর শিক্ষার্থীদের অনেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নেয়। অনেক শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে ক্যাম্পাসে মহড়া দিতে থাকে।
দুপুর দুইটার দিকে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার সরকারি কলেজ, মীর্জা গোলাম হাফিজ কলেজ, ধামরাই সরকারি কলেজ ও হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এর পর তারা ক্যাম্পাসে মিছিল করে বিকেল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সাধারণ শিক্ষার্থীরা জানান, কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে না পারে এ জন্য তারা বিভিন্ন ফটকে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে।
ক্যাম্পাসের ভেতর ও বাইরে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ছাত্রলীগ ও বহিরাগতরা গত রাতের মতো হামলা চালাবে। সে জন্য আমরা ক্যাম্পাসের সকল গেটে অবস্থান নেই। কোনোভাবেই তাদের আর ক্যাম্পাসের ভেতর ঢুকতে দেওয়া হবে না। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।’
মেঘ আরও জানান, এখনো বিভিন্ন হাসপাতালে প্রায় ১০-১৫ জন আহত আন্দোলনকারী চিকিৎসাধীন। তাদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ জিতুর অবস্থা গুরুতর। তিনি নিজেও হামলায় আহত হয়েছেন বলে জানান।
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে আজ মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় সাভার ও ধামরাইয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
বেলা ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ডেইরি গেটে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আধঘণ্টা পর মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পরে শিক্ষার্থীরা। এর পর শিক্ষার্থীদের অনেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নেয়। অনেক শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে ক্যাম্পাসে মহড়া দিতে থাকে।
দুপুর দুইটার দিকে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার সরকারি কলেজ, মীর্জা গোলাম হাফিজ কলেজ, ধামরাই সরকারি কলেজ ও হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এর পর তারা ক্যাম্পাসে মিছিল করে বিকেল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সাধারণ শিক্ষার্থীরা জানান, কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে না পারে এ জন্য তারা বিভিন্ন ফটকে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে।
ক্যাম্পাসের ভেতর ও বাইরে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ছাত্রলীগ ও বহিরাগতরা গত রাতের মতো হামলা চালাবে। সে জন্য আমরা ক্যাম্পাসের সকল গেটে অবস্থান নেই। কোনোভাবেই তাদের আর ক্যাম্পাসের ভেতর ঢুকতে দেওয়া হবে না। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।’
মেঘ আরও জানান, এখনো বিভিন্ন হাসপাতালে প্রায় ১০-১৫ জন আহত আন্দোলনকারী চিকিৎসাধীন। তাদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ জিতুর অবস্থা গুরুতর। তিনি নিজেও হামলায় আহত হয়েছেন বলে জানান।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে