Ajker Patrika

বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে কাজ করছে র‍্যাব  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৬: ০০
বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে কাজ করছে র‍্যাব  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুরহস্য উন্মোচনে কাজ করছে র‍্যাব। এরই মধ্যে র‍্যাবের একাধিক গোয়েন্দা টিম মাঠে রয়েছে। 

আজ মঙ্গলবার বাহিনীটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঈন বলেন, ‘নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্‌ঘাটনে র‍্যাব কাজ করছে র‍্যাব। তাঁকে কেউ হত্যা করেছে কি না, কীভাবে তাঁর মরদেহ নদীতে পাওয়া গেল—এসব বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।’ 

এদিকে রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় তার একজন বন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 

অন্যদিকে মরদেহ উদ্ধারের পর আজ নারায়ণগঞ্জে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরই মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ময়নাতদন্ত করা চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে বুয়েট শিক্ষার্থী মৃত্যুর রহস্য হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তাঁর শরীর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত