Ajker Patrika

টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুরু ইজতেমার তৃতীয় ধাপ, মাঠে লাখো মুসল্লি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ০১
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এর আয়োজন করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।

কাল বাদ ফজর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় ধাপের আনুষ্ঠানিকতা।

তৃতীয় ধাপের ইজতেমায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে হাজারো মুসল্লির সমাগম। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, তৃতীয় ধাপের ইজতেমা উপলক্ষে ময়দান পুনরায় প্রস্তুত করা হয়েছে। ময়দানের চারপাশের ১৭টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও হেঁটে মাঠে প্রবেশ করছেন। তাঁদের কারও হাতে ব্যাগ, কারও মাথায় প্রয়োজনীয় জিনিসপত্র। নিজ জেলা থেকে জামাতবন্দী হয়ে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা।

আগের বাঁশের খুঁটিতে টানানো হয়েছে চটের শামিয়ানা। এর মাঝেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন ইজতেমা মাঠে। তাঁদের সবার সঙ্গে রয়েছে নিজ নিজ মালামাল। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে ময়ানে প্রবেশ করছেন। নির্ধারিত জায়গায় (খিত্তা) অবস্থান নিয়েছেন।

মাওলানা বাচ্চু মিয়া নেতৃত্বে (আমির) নড়াইল জেলা থেকে ১৮ জন সাথি নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন। অবস্থান নিয়েছেন নিজেদের খিত্তায়। কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘গত বছর ইজতেমায় অংশ নিয়েছিলাম দ্বিতীয় ধাপে। এবার তৃতীয় ধাপের ইজতেমা শুরুর এক দিন আগেই সাথিদের নিয়ে ময়দানে চলে এসেছি।’

মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে আলাউদ্দিন বখশি (আমির) ৩৯ জন সাথি নিয়ে গতকাল বুধবার রাতে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘ইজতেমা নিয়ে আমরা কোনো বিরোধ চাই না। এক পর্বে ইজতেমা আয়োজন করা হলে ভালো হতো। এবারই প্রথম তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করা হচ্ছে।’

তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন কমিটির (সাদ অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি (শুক্রবার রাতে)। আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে। তবে আজকেই আমাদের অনেক সাথি ভাই মায়দানে এসেছেন। শুক্রবার সারা দিন হাজার হাজার মুসল্লি ময়দানে আসবেন। এবার ইজতেমা মায়দানে লাখ লাখ মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন।’

তাবলিগ জামাতের মধ্যে বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীরা পৃথক দুই ধাপে ইজতেমা পালন করেছেন।

মাঝে আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী ইজতেমা পালন করছেন মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে ১৮ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাধ অনুসারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত