Ajker Patrika

ইসি প্রমাণ করেছে তারা স্বাধীন, শোকজের জবাব দিতে গিয়ে শামীম ওসমান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ইসি প্রমাণ করেছে তারা স্বাধীন, শোকজের জবাব দিতে গিয়ে শামীম ওসমান 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল শনিবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে শোকজ করে চিঠি দেওয়া হয়। সেই চিঠির জবাব দিতে গিয়ে ইসির ভূয়সী প্রশংসা করেছেন শামীম ওসমান। গতকাল শনিবার তাঁকে শোকজ করে ইসির অনুসন্ধান কমিটি। 

আজ রোববার বেলা সাড়ে ১১টায় আদালতে গিয়ে শোকজের ব্যাখ্যা প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন প্রমাণ করেছেন তারা যথেষ্ট শক্তিশালী এবং তাদের ওই দক্ষতা আছে। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে পারবে।’ 

তিনি আরও বলেন, ‘অনেকের মুখে চুনকালি দিয়ে বর্তমান নির্বাচন কমিশন প্রমাণ করেছে, তারা সম্পূর্ণ স্বাধীন। অনেকে এই নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন করেছেন। আমি আমার জীবনে অনেকগুলো নির্বাচন করেছি। আমি দেখি নাই কখনো একটি পত্রিকার সংবাদের কারণে প্রার্থীকে তলব করা হয়। সেই মোতাবেক আমার দুঃখ পাওয়ার কথা। কিন্তু আমি দুঃখ না পেয়ে আনন্দিত হয়েছি।’ 

শামীম ওসমান বলেন, ‘ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে শান্তি মিছিল করেছে। সেই শান্তির প্রতীক হচ্ছে নৌকা। সেই কারণেই এই বিষয়টি সামনে এসেছে। আমি কোনো মিছিল করিনি বা মিছিল করার জন্য নেতা-কর্মী নিয়ে আসিনি। মনোনয়ন জমা দেওয়ার দিনেও শুধু ছেলেকে নিয়ে হাজির হয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি আমাদের দ্বিতীয় দায়রা জজের মাধ্যমে অনুরোধ জানিয়েছি, শুধু নির্বাচনের প্রার্থীদেরই নিয়ন্ত্রণ নয়, যারা নির্বাচনকে বানচাল করার জন্য দেশে জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। জনগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন—মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলি খোকন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত