Ajker Patrika

পাহাড়ে কেউ শান্তি ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাহাড়ে কেউ শান্তি ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) বলেছেন, পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

আজ বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। 

উপদেষ্টা মিডিয়ার উদ্দেশ্যে বলেন, আপনারা দেখেছেন কারা পাহাড়ের নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। আপনাদের মিডিয়ায় ভালোভাবে প্রচারিত হয়েছে, কীভাবে এই শঙ্কাগুলো হয়েছে এবং কীভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন সেগুলো মোকাবিলা করেছে। কিছু সংখ্যক দুষ্কৃতকারীর সব সময় চেষ্টা থাকে যাতে পরিস্থিতি খারাপের দিকে যায়। অন্তর্বর্তী সরকার সেটা হতে দেবে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’ 

দুর্গাপূজার বিষয়ে উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে। কোথাও কোনো শঙ্কা নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করে পরিস্থিতি ভালো দেখেন। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা এবার আনন্দঘন পরিবেশে উদযাপন হবে। সেখানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এ বিষয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যে ধরনের সহযোগিতা লাগবে, সরকারের পক্ষ থেকে তা দেওয়া হবে। 

প্রতিনিধিদলের সদস্যরা হলেন-বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত