Ajker Patrika

ফরিদপুরে আগুনে পুড়ল পাটবোঝাই ট্রাক

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ২১: ২৯
Thumbnail image

ফরিদপুরের নগরকান্দায় পাটবোঝাই একটি ট্রাক আগুনে পুড়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শশা বড় ব্রিজের পাশে নগরকান্দা-ফরিদপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ কেউ জানাতে পারেনি।

এলাকাবাসী জানায়, নগরকান্দা বাজার পাট ব্যবসায়ী ওমেদ আলীর গুদাম থেকে ৩০১ মণ পাট নিয়ে উপজেলার তালমা নুর জামান জুটমিলে যাওয়ার সময় লস্কারদিয়া ইউনিয়নের শশা বড় ব্রিজের কাছে পাটে আগুন লাগে। এ সময় পথচারীদের চিৎকারে গাড়িচালক গাড়ি থামিয়ে দেয়। আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে দেখে মনে হয়েছে, নাশকতা নয়। প্রথমে এক ভ্যানচালক ট্রাকের পেছনে আগুন দেখে চালককে জানান। খবর পেয়ে বেলা ৩টা ২৪ মিনিটে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাট ব্যবসায়ী মিরাকান্দা গ্রামের ওমেদ আলী বলেন, ‘৭ লাখ ২০ হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে ৩০১ মণ পাট কিনে নেন তালমা নুর জামান জুটমিল মালিক। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা। গাড়ির ওপর লোক ছিল। তাঁরা কিছু বলতে পারছেন না। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত