জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীদের একমাত্র হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। হলটির ক্যানটিনে বিভিন্ন সময় খাবারের সঙ্গে মাছি ও তেলাপোকা পাওয়ার নজির রয়েছে। সর্বশেষ আজ বুধবার হলের খাবারে মাছি ও তেলাপোকা পেয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রীরা।
নাম গোপন রাখার শর্তে ছাত্রী হলের এক ছাত্রী বলেন, ‘খাবারের বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ দিয়েও সুরাহা হয়নি। আজ দুপুরে খাওয়ার সময় তরকারিতে তেলাপোকা এবং মাছি পেয়েছি। ক্যানটিনে খাবার ঢাকা থাকে না। যারা খাবার পরিবেশন করে তারা সুরক্ষাবিধি মেনে চলে না।’
হল ক্যানটিন সূত্রে জানা গেছে, হলের এক প্লেট ভাতের দাম ১০টাকা, মুরগি ও মাছের দাম ৩৫ টাকা, গিলা-কলিজা ও খাসির মাথার মুগডালের দাম ৪০ টাকা, ভর্তা ও সবজির দাম ১০ টাকা। হলে এক বেলা খেতে শিক্ষার্থীদের খরচ হয় কমপক্ষে ৬০ টাকা, সেই হিসেবে খাবারের মান নিম্নমানের।
মাস্টার্সের অধ্যয়নরত এক শিক্ষার্থী বলেন, ‘আমি দুই দিন নিজে রান্না করতে পারিনি, হলের খাবার খেয়েছি। পরে সমস্যা দেখা দিয়েছে। মাছে কেমিক্যালের গন্ধ পাওয়া যায়, যেদিন শিক্ষকেরা চেক করতে আসে সেদিন ভালো মাছ রান্না করা হয়। তাছাড়া তরকারিতে হলুদের গন্ধ থাকে। এ ছাড়াও খাবারে হাতের আংটি, তেলাপোকা, অন্যান্য পোকা পাওয়া যায়। খাবার খুবই অস্বাস্থ্যকর।’
ক্যানটিন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘মাছি পাওয়ার খবর এখনো কেউ জানায়নি। আমি খোঁজ নিচ্ছি। আমি তো প্রতি সপ্তাহেই পর্যবেক্ষণ করে আসি যাতে খাবারের মান ঠিক থাকে।’
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিকেল পর্যন্ত হলে ছিলাম। কোনো ছাত্রী আমাকে বিষয়টি জানায়নি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীদের একমাত্র হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। হলটির ক্যানটিনে বিভিন্ন সময় খাবারের সঙ্গে মাছি ও তেলাপোকা পাওয়ার নজির রয়েছে। সর্বশেষ আজ বুধবার হলের খাবারে মাছি ও তেলাপোকা পেয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রীরা।
নাম গোপন রাখার শর্তে ছাত্রী হলের এক ছাত্রী বলেন, ‘খাবারের বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ দিয়েও সুরাহা হয়নি। আজ দুপুরে খাওয়ার সময় তরকারিতে তেলাপোকা এবং মাছি পেয়েছি। ক্যানটিনে খাবার ঢাকা থাকে না। যারা খাবার পরিবেশন করে তারা সুরক্ষাবিধি মেনে চলে না।’
হল ক্যানটিন সূত্রে জানা গেছে, হলের এক প্লেট ভাতের দাম ১০টাকা, মুরগি ও মাছের দাম ৩৫ টাকা, গিলা-কলিজা ও খাসির মাথার মুগডালের দাম ৪০ টাকা, ভর্তা ও সবজির দাম ১০ টাকা। হলে এক বেলা খেতে শিক্ষার্থীদের খরচ হয় কমপক্ষে ৬০ টাকা, সেই হিসেবে খাবারের মান নিম্নমানের।
মাস্টার্সের অধ্যয়নরত এক শিক্ষার্থী বলেন, ‘আমি দুই দিন নিজে রান্না করতে পারিনি, হলের খাবার খেয়েছি। পরে সমস্যা দেখা দিয়েছে। মাছে কেমিক্যালের গন্ধ পাওয়া যায়, যেদিন শিক্ষকেরা চেক করতে আসে সেদিন ভালো মাছ রান্না করা হয়। তাছাড়া তরকারিতে হলুদের গন্ধ থাকে। এ ছাড়াও খাবারে হাতের আংটি, তেলাপোকা, অন্যান্য পোকা পাওয়া যায়। খাবার খুবই অস্বাস্থ্যকর।’
ক্যানটিন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘মাছি পাওয়ার খবর এখনো কেউ জানায়নি। আমি খোঁজ নিচ্ছি। আমি তো প্রতি সপ্তাহেই পর্যবেক্ষণ করে আসি যাতে খাবারের মান ঠিক থাকে।’
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিকেল পর্যন্ত হলে ছিলাম। কোনো ছাত্রী আমাকে বিষয়টি জানায়নি।’
‘এই যে ভাই ব্রাশ ২০ টাকা, মাত্র ২০ টাকা। ব্র্যান্ডের ব্রাশ ২০ টাকা।’—রাজধানীর গুলিস্তানের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে বেজে চলছে পথচারীদের উদ্দেশে হ্যান্ডমাইকের রেকর্ড। পাশের ভ্যান গাড়িতে থাকা ভ্রাম্যমাণ আরেক দোকান থেকে ভেসে আসছে, ‘গার্মেন্টস আইটেম পাচ্ছেন মাত্র ১০০ টাকা, গেঞ্জি পাচ্ছেন ১০০ টাকা...
৩ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জে দুই দুগ্ধ সমিতির সদস্যদের মধ্যে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনেকে ঋণের টাকায় দুধ উৎপাদনের গাভি না কিনে কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন। কেউ অন্য ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন। কেউ আবার অন্যের গোয়ালঘর দেখিয়ে ঋণ নিয়েছেন।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পড়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়িতে সদর মডেল থানা পুলিশ অভিযানে যায়।
৩ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুরে জেলা প্রশাসনঘোষিত সময়সীমা না মেনে কোনো কোনো ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়া শুরু করেছেন বলে জানা গেছে। এসব আম বেশির ভাগই পাঠানো হচ্ছে ঢাকায়। কিছু কিছু বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে।
৩ ঘণ্টা আগে