Ajker Patrika

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের খাবারে মাছি-তেলাপোকা

জবি সংবাদদাতা 
Thumbnail image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীদের একমাত্র হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। হলটির ক্যানটিনে বিভিন্ন সময় খাবারের সঙ্গে মাছি ও তেলাপোকা পাওয়ার নজির রয়েছে। সর্বশেষ আজ বুধবার হলের খাবারে মাছি ও তেলাপোকা পেয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রীরা।

নাম গোপন রাখার শর্তে ছাত্রী হলের এক ছাত্রী বলেন, ‘খাবারের বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ দিয়েও সুরাহা হয়নি। আজ দুপুরে খাওয়ার সময় তরকারিতে তেলাপোকা এবং মাছি পেয়েছি। ক্যানটিনে খাবার ঢাকা থাকে না। যারা খাবার পরিবেশন করে তারা সুরক্ষাবিধি মেনে চলে না।’

হল ক্যানটিন সূত্রে জানা গেছে, হলের এক প্লেট ভাতের দাম ১০টাকা, মুরগি ও মাছের দাম ৩৫ টাকা,  গিলা-কলিজা ও খাসির মাথার মুগডালের দাম ৪০ টাকা, ভর্তা ও সবজির দাম ১০ টাকা। হলে এক বেলা খেতে শিক্ষার্থীদের খরচ হয় কমপক্ষে ৬০ টাকা, সেই হিসেবে খাবারের মান নিম্নমানের।

মাস্টার্সের অধ্যয়নরত এক শিক্ষার্থী বলেন, ‘আমি দুই দিন নিজে রান্না করতে পারিনি, হলের খাবার খেয়েছি। পরে সমস্যা দেখা দিয়েছে। মাছে কেমিক্যালের গন্ধ পাওয়া যায়, যেদিন শিক্ষকেরা চেক করতে আসে সেদিন ভালো মাছ রান্না করা হয়। তাছাড়া তরকারিতে হলুদের গন্ধ থাকে। এ ছাড়াও খাবারে হাতের আংটি, তেলাপোকা, অন্যান্য পোকা পাওয়া যায়। খাবার খুবই অস্বাস্থ্যকর।’

খাবারে মাছি। ছবি: সংগৃহীতক্যানটিন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘মাছি পাওয়ার খবর এখনো কেউ জানায়নি। আমি খোঁজ নিচ্ছি। আমি তো প্রতি সপ্তাহেই পর্যবেক্ষণ করে আসি যাতে খাবারের মান ঠিক থাকে।’

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিকেল পর্যন্ত হলে ছিলাম। কোনো ছাত্রী আমাকে বিষয়টি জানায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত