ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে অন্য একটি বাসের সঙ্গে গতির প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বসত ঘরের ওপর উল্টে পড়ে। এতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহারী দোকান ছিল তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহনের দুটি যাত্রীবাহী দুটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পেরোনোর সময় এসএস ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সময় সড়কে থাকা আব্দুল হালিমকে চাপা দিয়ে বসত ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হন।
কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত আব্দুল হালিম সড়কের মোড়ে থাকা তাঁর ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এ ছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ সময় কয়েকজন আহত হন।
ঘরের মালিক সোলায়মানের ছেলের স্ত্রীকে শারমিন আক্তার বলেন, ‘ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পরে দেখি ঘরের ওপর গাড়ির মাথা। আমি আটকে পড়লে মানুষজন এসে আমাকে উদ্ধার করে। আমার শিশু সন্তান দূরে থাকায় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এ ছাড়া পাশের ঘরে আমার শাশুড়ি ছিলেন। ওই ঘর ভেঙে তিনি আহত হয়েছেন।’
ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ’
টাঙ্গাইলের ভূঞাপুরে অন্য একটি বাসের সঙ্গে গতির প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বসত ঘরের ওপর উল্টে পড়ে। এতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহারী দোকান ছিল তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহনের দুটি যাত্রীবাহী দুটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পেরোনোর সময় এসএস ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সময় সড়কে থাকা আব্দুল হালিমকে চাপা দিয়ে বসত ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হন।
কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত আব্দুল হালিম সড়কের মোড়ে থাকা তাঁর ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এ ছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ সময় কয়েকজন আহত হন।
ঘরের মালিক সোলায়মানের ছেলের স্ত্রীকে শারমিন আক্তার বলেন, ‘ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পরে দেখি ঘরের ওপর গাড়ির মাথা। আমি আটকে পড়লে মানুষজন এসে আমাকে উদ্ধার করে। আমার শিশু সন্তান দূরে থাকায় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এ ছাড়া পাশের ঘরে আমার শাশুড়ি ছিলেন। ওই ঘর ভেঙে তিনি আহত হয়েছেন।’
ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঘাসভোগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
১ মিনিট আগেপঞ্চগড়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যে করা ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলার আসামির সংখ্যা ছিল তিন হাজারেরও বেশি। আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা এখন সম্পূর্ণভাবে মুক্ত। এর ফলে আসামিদের পরিবারে স্বস্তি ফিরেছে।
৪ মিনিট আগে‘ফাতেমা আমাদের কলিজার টুকরা ছিল। ছোটবেলা থেকেই ঢাকায় থাকত, মায়ের সাথে। আমাদের সবার ইচ্ছে ছিল বড় হলে সে চিকিৎসক হবে। সব আশা স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।’ এভাবেই বিলাপ করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ফাতেমা আক্তার আনিশার (৯) চাচি মুক্তা বেগম। অদূরেই ভাগ্নে ওসমানকে কোলে
৮ মিনিট আগেগজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে