Ajker Patrika

শুধু নির্বাচনের জন্য মানুষ জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ দেয়নি: আ স ম আবদুর রব

অনলাইন ডেস্ক
আ স ম আবদুর রব । ছবি: সংগৃহীত
আ স ম আবদুর রব । ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের নিহতরা শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয় নাই মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘তারা দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দেয় নাই। তারা প্রাণ দিয়েছে দেশের মানুষের রুটি-রুজি, কর্মসংস্থানসহ মৌলিক অধিকারের জন্য। তারা যদি অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব না পায় তাহলে হাজার হাজার নয় লক্ষ-কোটি মানুষের মৃত্যু হবে আবার। সেদিনের জন্য অপেক্ষা করতে হবে।’

আজ শনিবার রাজধানীর বারিধারায় সিরাজুল আলম আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ১৮ বছর বয়সীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক বলেন, আমরা কারও দেশ দখল করতে চাই না। কিন্তু নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রশিক্ষণটা নিতে হবে। উৎপাদনমুখী সেনাবাহিনী থাকতে হবে। জমিতে কৃষি কাজ করবে কিন্তু প্রয়োজনে অস্ত্র হাতে যুদ্ধে যাব।

তিনি বলেন, সিরাজুল আলম খানের ‘১৪ দফা খ্যাত নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা’ ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কর্মসূচিতে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জনগণের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত। ভবিষ্যতে যেকোনো ফ্যাসিবাদী শাসন প্রতিরোধে ইহা সুস্পষ্ট রূপরেখা।

তিনি বলেন, সিরাজুল আলম খান ১৯৬২ সালে নিউক্লিয়াস করেছিলেন। মওলানা ভাসানী হতে শুরু করে কমরেড ফরহাদসহ প্রত্যেক নেতার কাছে তিনি গিয়েছিলেন। প্রত্যেকটা আন্দোলনকে বাংলাদেশের সশস্ত্র আন্দোলনের দিকে কীভাবে ধাবিত করা যায় তাই তিনি করেছেন। স্বপ্ন দেখেছেন। সেটাকে বাস্তবায়ন করার জন্য সংগঠন করেছেন। সেটাকে বাস্তবায়নে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করেছেন বিএলএফের মাধ্যমে।

অনুষ্ঠানে চিন্তক ও লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, বিগত সরকার দেশের সব জাতীয় প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে এক দলীয় ও এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত করেছিল। সেই জন্য আজকে তাদের খুদে বুদ্ধিজীবীদেরও পলাতে হয়েছে। কারণ তারা জানে তাদের নৈতিক শক্তি নেই। আমরা যেন সেটি না করি।

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে সলিমুল্লাহ খান বলেন, আজকে অনেকেই চেষ্টা করছে হীন পদ্ধতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। তারা আবার নির্লজ্জভাবে ক্ষমতায় আসার ব্যর্থ চেষ্টা করছে। তাতে তারা ক্ষমতায় ফিরে আসতে পারবে না।

তিনি বলেন, আমাদের প্রতিবেশী এবং অন্যান্য দেশ থেকে যে উসকানিমূলক কথাবার্তা বলা হচ্ছে সেখানে আমাদের সিভিল সোসাইটির ব্যর্থতা আছে। শুধু রাজনৈতিক ক্ষমতার জন্য আমাদের ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সমর্থন দেওয়ার কোনো প্রয়োজন নেই। গণ আন্দোলনে যে সরকারের পতন হয়েছে সেটা সারা পৃথিবীতে প্রচার করতে পারছি না। সিরাজুল আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউট সম্পর্কে তিনি বলেন, ‘এই কেন্দ্র একদিন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল আলম আলম খান সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও যুব বাঙালির কেন্দ্রীয় সংগঠক কাজী মাহতাব উদ্দিন তানসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত