আয়নাল হোসেন, ঢাকা
আর কয়েক ঘণ্টা। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক গণপরিবহন মেট্রোরেল। টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রীও হবেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের আগে স্টেশন টিকিট কাউন্টার থেকে শুরু করে সবই প্রস্তুত। এখন শুধু অপেক্ষার পালা। দিয়াবাড়ি স্টেশনের প্ল্যাটফর্মে গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তৎপর রয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ স্থলে আসবেন। মেট্রোরেলের দিয়াবাড়ি স্টেশন থেকে খানিকটা দূরে তৈরি করা হয়েছে সমাবেশ মঞ্চ। সেখানে ভাষণ দিয়ে দিয়াবাড়ি স্টেশনের পূর্ব দক্ষিণ পাশে ফলক উন্মোচন করবেন তিনি। এরপর সেখানে দুটি তেঁতুল গাছের চারা রোপণ করবেন।
চারা রোপণ শেষে প্রধানমন্ত্রী স্টেশনের দোতলায় টিকিট কেটে তৃতীয় তলায় যাবেন। তৃতীয় তলা থেকে মেট্রোরেলে উঠে আগারগাঁও যাবেন প্রধানমন্ত্রী।
এদিকে সমাবেশের স্থলে বিভিন্ন দলীয় লোকজন খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা।
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে তৎপর রয়েছে বাংলাদেশ, পুলিশ, আনসার, সেনাবাহিনী ও এসএসএফসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা।
প্রকল্পের আদ্যোপান্ত
প্রাথমিক পরিকল্পনা অনুসারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলমান প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, অনুমোদিত ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে সাড়ে ১৬ হাজার কোটি টাকা দেবে জাপান। বাকিটা সরকার দেশীয় উৎস থেকে ব্যয় করবে। মেট্রোরেলের পথটির নাম দেওয়া হয়েছে এমআরটি লাইন-৬। ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই পথে ১৬টি স্টেশন হবে। স্টেশনের স্থানগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল।
তবে মতিঝিল ছাড়িয়ে মেট্রোরেলের রুট কমলাপুর পর্যন্ত নেওয়ায় প্রকল্পের কাজ বেড়ে গেছে। সে জন্য পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করতে আরও প্রায় এক বছর বেশি সময় লাগবে। সে ক্ষেত্রে মেট্রোরেল প্রকল্পটি শেষ করতে সময় লাগবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। আর খরচ হবে আরও ১১ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এমআরটি লাইন-১ কমলাপুর টু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৩১ কিলোমিটারের মধ্যে হবে ২১ কিলোমিটার পর্যন্ত পাতাল রেল এবং ১০ কিলোমিটার হবে এলিভেটেড লাইন। এরপর এমআরটি লাইন-৫, এমআরটি লাইন-২, এমআরটি লাইন-৪সহ মোট ছয়টি লাইন ২০৩০ সালের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে। ঢাকা মেগাসিটিতে ২ কোটি লোক। তরুণ প্রজন্ম আজ স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন আমরা বাস্তবে রূপান্তর করব। সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি।’
মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন:
আর কয়েক ঘণ্টা। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক গণপরিবহন মেট্রোরেল। টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রীও হবেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের আগে স্টেশন টিকিট কাউন্টার থেকে শুরু করে সবই প্রস্তুত। এখন শুধু অপেক্ষার পালা। দিয়াবাড়ি স্টেশনের প্ল্যাটফর্মে গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তৎপর রয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ স্থলে আসবেন। মেট্রোরেলের দিয়াবাড়ি স্টেশন থেকে খানিকটা দূরে তৈরি করা হয়েছে সমাবেশ মঞ্চ। সেখানে ভাষণ দিয়ে দিয়াবাড়ি স্টেশনের পূর্ব দক্ষিণ পাশে ফলক উন্মোচন করবেন তিনি। এরপর সেখানে দুটি তেঁতুল গাছের চারা রোপণ করবেন।
চারা রোপণ শেষে প্রধানমন্ত্রী স্টেশনের দোতলায় টিকিট কেটে তৃতীয় তলায় যাবেন। তৃতীয় তলা থেকে মেট্রোরেলে উঠে আগারগাঁও যাবেন প্রধানমন্ত্রী।
এদিকে সমাবেশের স্থলে বিভিন্ন দলীয় লোকজন খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা।
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে তৎপর রয়েছে বাংলাদেশ, পুলিশ, আনসার, সেনাবাহিনী ও এসএসএফসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা।
প্রকল্পের আদ্যোপান্ত
প্রাথমিক পরিকল্পনা অনুসারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলমান প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, অনুমোদিত ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে সাড়ে ১৬ হাজার কোটি টাকা দেবে জাপান। বাকিটা সরকার দেশীয় উৎস থেকে ব্যয় করবে। মেট্রোরেলের পথটির নাম দেওয়া হয়েছে এমআরটি লাইন-৬। ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই পথে ১৬টি স্টেশন হবে। স্টেশনের স্থানগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল।
তবে মতিঝিল ছাড়িয়ে মেট্রোরেলের রুট কমলাপুর পর্যন্ত নেওয়ায় প্রকল্পের কাজ বেড়ে গেছে। সে জন্য পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করতে আরও প্রায় এক বছর বেশি সময় লাগবে। সে ক্ষেত্রে মেট্রোরেল প্রকল্পটি শেষ করতে সময় লাগবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। আর খরচ হবে আরও ১১ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এমআরটি লাইন-১ কমলাপুর টু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৩১ কিলোমিটারের মধ্যে হবে ২১ কিলোমিটার পর্যন্ত পাতাল রেল এবং ১০ কিলোমিটার হবে এলিভেটেড লাইন। এরপর এমআরটি লাইন-৫, এমআরটি লাইন-২, এমআরটি লাইন-৪সহ মোট ছয়টি লাইন ২০৩০ সালের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে। ঢাকা মেগাসিটিতে ২ কোটি লোক। তরুণ প্রজন্ম আজ স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন আমরা বাস্তবে রূপান্তর করব। সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি।’
মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন:
ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
৫ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে তর্কের একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন (২৬) ওই এলাকায় মাজারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে।
৭ মিনিট আগেবাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন চাঁদপুর শহরের একাংশে গ্যাস লাইনে লিকেজের কারণে সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজি মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে লিকেজ স্থানে সড়ক কেটে
৮ মিনিট আগেপায়ের পাতায় আলতা, হাতে মেহেদি, চোখে লাজুক স্বপ্ন। অথচ স্কুলব্যাগ ছুঁয়ে থাকা বয়সেই জীবনের সবচেয়ে বড় দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল মেয়েটিকে। ১৪ বছর বয়সে তাকে বিদায় জানাতে প্রস্তুত ছিল তার পরিবার। ঠিক সেই মুহূর্তে বিয়েবাড়িতে হাজির ইউএনও। থেমে যায় বাল্যবিয়ে, জরিমানাসহ মেয়ের বাবার নেওয়া হয় মুচলেকা। গতকাল...
৯ মিনিট আগে