Ajker Patrika

গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৫: ৩৫
গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের ওপর প্রাইভেট কার-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইওভারের পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার মরিচা গ্রামের আয়নালের ছেলে রাজু (২৫), নীলফামারী জেলার রাবেরতল গ্রামের রহিম আলীর ছেলে শাহিনুর রহমান (৩০) ও বরগুনা জেলার বেতাগী গ্রামের সেলিম মৃধার ছেলে শামীম মৃধা (৩০)। নিহতরা সবাই মোটরসাইকেলের যাত্রী ছিল। 

দুর্ঘটনায় আহত রাইসা।গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেট কার কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের চালকসহ চারজন যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে উল্টো পথে ফ্লাইওভারে ওঠেন। প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ফ্লাইওভারের ওপর থেকে নিচের পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় শাহিন নামে আরেকজন মোটরসাইকেল আরোহী ও শিশুকন্যা গুরুতর আহত হয়। এ ঘটনায় প্রাইভেট কারের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত রাইসাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রাইসা রাজুর শিশুকন্যা।

এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে নামার আগমুহূর্তে উল্টো পথে মোটরসাইকেলটি আসার কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত