Ajker Patrika

বকেয়া বেতন না পেয়ে সাভারে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সাভার
বকেয়া বেতন না পেয়ে সাভারে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
বকেয়া বেতন না পেয়ে সাভারে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতন না পেয়ে সাভারের একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বিষয় নিয়ে আলোচনায় বসে।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরে সাভার পৌর এলাকার রাজাশন সড়কের গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের এক মাসের বেতন পরবর্তী মাসের শেষের দিকে দেওয়া হয়। এ নিয়ে শ্রমিকেরা প্রতি মাসেই প্রতিবাদ করে আসছিলেন।

আন্দোলনের কারণে কর্তৃপক্ষ গত এপ্রিল মাসের বেতন চলতি মাসের ১২ তারিখে (সোমবার) দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ এদিন বেতন দিতে না পারায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পুলিশ জানায়, শ্রমিকেরা আজ মঙ্গলবার কর্মস্থলে উপস্থিত হয়ে বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এ সময় মহাসড়কে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশের কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর তাঁরা কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভ করতে থাকেন। এ পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে শিল্প পুলিশের কর্মকর্তারা মালিকপক্ষের লোকজনকে নিয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন।

বকেয়া বেতন না পেয়ে সাভারে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
বকেয়া বেতন না পেয়ে সাভারে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

শিল্পী বেগম নামের একজন শ্রমিক বলেন, ‘কর্তৃপক্ষ কোনো মাসেই সঠিক সময়ে আমাদের বেতন পরিশোধ করে না। আমরা অনেক আগে থেকেই এক মাসের বেতন পরবর্তী মাসের প্রথম সপ্তাহে দেওয়ার দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবি অনুযায়ী বেতন পরিশোধ করেনি।’

শিল্পী বেগম আরও বলেন, ‘প্রায় সব শ্রমিকই বেতন পেয়ে ঘর ভাড়া ও দোকানের বকেয়া পরিশোধ করে থাকেন। কিন্তু এক মাসের বেতন পরবর্তী মাসের প্রথম সপ্তাহে না পাওয়ার কারণে যথাসময়ে ঘর ভাড়া ও দোকান বকেয়া পরিশোধ করা যায় না। এ জন্য আমাদের প্রতি মাসেই সমস্যায় পড়তে হয়। তাই আমরা যথাসময়ে বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলাম। দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছি।’

এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) সাইফুদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রমিকদের বেতন বকেয়া নেই। গত এপ্রিল মাসের বেতন ১২ মে (গতকাল) দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে ১২ মের পরিবর্তে ১৮ মে বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। এ কারণেই শ্রমিকেরা আন্দোলন করছেন।’

শিল্প পুলিশ আশুলিয়া জোন-১–এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত মাসের বেতন না পেয়ে শ্রমিকেরা আন্দোলন করছেন। বিষয়টি সমাধানে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত