ঢাবি সংবাদদাতা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হল সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি) শেখ তাসনিম আফরোজ ইমি। ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গত ৮ দিন ধরে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন তিনি।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাসনিম আফরোজ ইমির অবস্থানের স্থানে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে সময় উল্লেখসহ তাঁর পাঁচ দফা দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা। এই আশ্বাসে ইমি অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
এ বিষয়ে শামছুন নাহার হলের সাবেক ভিপি বলেন, ‘আজকে (শনিবার) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ শাহবাগে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি পরিদর্শন করেন এবং ৫ দফা দাবির প্রত্যেকটা সময় উল্লেখসহ বিশেষভাবে পূরণের আশ্বাস দেন। তাঁর প্রতি আস্থা রেখে আমি আপাতত আমার অবস্থান কর্মসূচি স্থগিত করেছি।’
শেখ তাসনিম আফরোজ ইমি গত ৮ মার্চ রাত সাড়ে ১০টা থেকে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ৫ দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
ইমির পাঁচ দফা দাবি হচ্ছে—ধর্ষণ ও বলাৎকারের বিচারের সম্পূর্ণ প্রক্রিয়া ১৮০ দিনের মধ্যে শেষ করে দ্রুত রায় কার্যকর করা, ৭২ ঘন্টার মধ্যে প্রতিটি থানায় নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন ও ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা, আইন সংশোধন করে ধর্ষণের শিকারের পরিচয় প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ওপর যে বিধিনিষেধ আছে তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্ত করা, ধর্ষণের শিকার ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া এবং পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা, লিঙ্গ সমতা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করাসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য সরকারের উদ্যোগী ভূমিকা পালন করা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হল সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি) শেখ তাসনিম আফরোজ ইমি। ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গত ৮ দিন ধরে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন তিনি।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাসনিম আফরোজ ইমির অবস্থানের স্থানে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে সময় উল্লেখসহ তাঁর পাঁচ দফা দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা। এই আশ্বাসে ইমি অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
এ বিষয়ে শামছুন নাহার হলের সাবেক ভিপি বলেন, ‘আজকে (শনিবার) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ শাহবাগে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি পরিদর্শন করেন এবং ৫ দফা দাবির প্রত্যেকটা সময় উল্লেখসহ বিশেষভাবে পূরণের আশ্বাস দেন। তাঁর প্রতি আস্থা রেখে আমি আপাতত আমার অবস্থান কর্মসূচি স্থগিত করেছি।’
শেখ তাসনিম আফরোজ ইমি গত ৮ মার্চ রাত সাড়ে ১০টা থেকে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ৫ দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
ইমির পাঁচ দফা দাবি হচ্ছে—ধর্ষণ ও বলাৎকারের বিচারের সম্পূর্ণ প্রক্রিয়া ১৮০ দিনের মধ্যে শেষ করে দ্রুত রায় কার্যকর করা, ৭২ ঘন্টার মধ্যে প্রতিটি থানায় নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন ও ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা, আইন সংশোধন করে ধর্ষণের শিকারের পরিচয় প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ওপর যে বিধিনিষেধ আছে তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্ত করা, ধর্ষণের শিকার ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া এবং পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা, লিঙ্গ সমতা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করাসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য সরকারের উদ্যোগী ভূমিকা পালন করা।
পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কার্যক্রম চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করা যেত।
১৪ মিনিট আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
৬ ঘণ্টা আগে