Ajker Patrika

হাসপাতালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ, ৩ রোগীর অবস্থা আশঙ্কাজনক 

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
হাসপাতালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ, ৩ রোগীর অবস্থা আশঙ্কাজনক 

মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তিন রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে। স্যালাইন পুশ করার পর রোগীদের শরীরে খিঁচুনিসহ নানা জটিলতা দেখা দেয়। গতকাল রোববার রাতে রোগীদের অবস্থা অবনতি হতে থাকায় তাদের দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। 

রোগীরা হলেন, ফয়সাল মাতুব্বর (২৮), সামসুল উদ্দিন (৩০) ও লালজান বেগম (৩৫)। এদের মধ্যে লালজানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফয়সাল ও সামসুদ্দিন গত রোববার হাসপাতালে ভর্তি হন। আর কানে ব্যথার কারণে লালজান বেগম একই দিন সন্ধ্যায় ভর্তি হন। প্রথম দুজনকে ৫০০ মিলি করে দুইটি এবং ১ হাজার মিলি করে মোট চারটি স্যালাইন শরীরে পুশ করা হলে দুজনেরই ডায়রিয়ার সঙ্গে বমি ও শরীরে খিঁচুনি দেখা দেয়। এ সময় ফয়সাল স্যালাইনের প্যাকেট পরীক্ষা করে দেখেন একটি প্যাকেটে ২০১৮ সাল ও একটির প্যাকেটে ২০২১ সাল পর্যন্ত স্যালাইনের মেয়াদ লেখা রয়েছে। পাশের বেডের রোগীকে পুশ করা স্যালাইনের প্যাকেটেও একই অবস্থা দেখতে পান তিনি। বিষয়টি দায়িত্বরত চিকিৎসককে অবহিত করা হলে তারা স্বজনদের চেপে যেতে বলেন। 

এদিকে কানে ব্যথা নিয়ে ভর্তি লালজান বেগমের শরীরে স্যালাইন পুশ করার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। 
 
এ সময়ে পুরুষ ও নারী ওয়ার্ডে সানা আক্তার, আয়েশা সিদ্দিকী জয়ী, মিনারা খানম ও রুনা আক্তার নামে চার নার্সের শিফট ডিউটি চলছি। আর ইমারজেন্সি মেডিকেল অফিসার হিসাবে ডা. আলিফ উল-আরিফ দায়িত্ব পালন করছিলেন। 

হাসপাতালের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে জানিয়েছেন, ‘হাসপাতালের সিনিয়র নার্সকে বাদ দিয়ে জুনিয়র একজনকে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কারণেই হয়তো এমনটা ঘটেছে।’ 

এ বিষয়ে নার্সদের ইনচার্জ ইসরাত জাহান শিরিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কয়েক দিন মাত্র দায়িত্ব নিয়েছি। মেয়াদোত্তীর্ণ স্যালাইন কীভাবে এল এটা আমি বলতে পারব না। আমার আগের ইনচার্জ থাকাকালে তিনি স্টোর কিপারের কাছ থেকে এসব স্যালাইন বুঝে নিয়েছিল। 

সাবেক নার্সের ইনচার্জ দিলশাত খানম বলেন, আমি হয়তো ভুলে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন স্টোর থেকে নিয়েছিলাম। কিন্তু আজ যারা স্যালাইন পুশ করেছে তাদের পুশ করার আগে দেখে নেওয়া উচিত ছিল। 

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ স্যালাইন রোগীর শীররে পুশ করা মোটেও কাম্য নয়। এ বিষয়ে দায়িত্ব পালনকারী নার্স, চিকিৎসক যারা ছিল তাদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত