কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। গত ৮ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পৌরবাসী বলছেন, হকারদের উচ্ছেদ করায় শহরে যানজট কম আসবে। তবে হকার ও নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করে হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।
জেলা শহরের বাসিন্দা শায়ের বলেন, শহরে যানজটের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। যানজটের অন্যতম কারণ হলো সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসা। দিনের বেলায় যানজট পেরিয়ে গাইটাল এলাকা থেকে সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে যেতে সময় লাগে দেড় ঘন্টা। অথচ যানজট না থাকলে ওই পথে যেতে সময় লাগে ২০ মিনিট। এসব দোকানপাট উচ্ছেদের কারণে যদি এখন একটু স্বস্তি পাওয়া যায়।
শহিদুল ইসলাম বলেন, ‘নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা এবং হকারেরা যেন উপকৃত হয় সেজন্য একটা হলিডে মার্কেট প্রয়োজন পৌর শহরে। এটা আমাদের দাবি। এতে করে উচ্ছেদকৃত হকারদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।’
স্থানীয় সূত্র জানায়, শহরের একটি প্রভাবশালী চক্র গৌরাঙ্গ বাজার, একরামপুর ব্রিজ, তেরি পট্টি, পুরানথানা-বড়বাজার সংযোগ ব্রিজের সড়ক ও ফুটপাত দখল করে প্রত্যেক হকারের কাছ থেকে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জামানত নিয়ে দোকান ভাড়া দিত। ভাড়া বাবদ প্রতিদিন হকারদের কাছ থেকে ২০০ টাকা করে নিত ওই চক্রটি।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাতের প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সমন্বয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি এ এম ওবায়েদ বলেন, ‘উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য প্রশাসনের সবাইকে সাধুবাদ জানাই। পাশাপাশি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে। এছাড়া উচ্ছেদকৃত হকার ও নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত মানুষেররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, হলিডে মার্কেট করার পরিকল্পনা আছে। হলিডে মার্কেট হলে খুব কম টাকায় নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা তাদের দৈনিক ব্যবহার্য জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, শহরকে যানজট মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। জেলা পুলিশ যানজট নিরসনে তার সার্মথ্যের সবটুকু দিবে।
কিশোরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। গত ৮ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পৌরবাসী বলছেন, হকারদের উচ্ছেদ করায় শহরে যানজট কম আসবে। তবে হকার ও নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করে হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।
জেলা শহরের বাসিন্দা শায়ের বলেন, শহরে যানজটের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। যানজটের অন্যতম কারণ হলো সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসা। দিনের বেলায় যানজট পেরিয়ে গাইটাল এলাকা থেকে সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে যেতে সময় লাগে দেড় ঘন্টা। অথচ যানজট না থাকলে ওই পথে যেতে সময় লাগে ২০ মিনিট। এসব দোকানপাট উচ্ছেদের কারণে যদি এখন একটু স্বস্তি পাওয়া যায়।
শহিদুল ইসলাম বলেন, ‘নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা এবং হকারেরা যেন উপকৃত হয় সেজন্য একটা হলিডে মার্কেট প্রয়োজন পৌর শহরে। এটা আমাদের দাবি। এতে করে উচ্ছেদকৃত হকারদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।’
স্থানীয় সূত্র জানায়, শহরের একটি প্রভাবশালী চক্র গৌরাঙ্গ বাজার, একরামপুর ব্রিজ, তেরি পট্টি, পুরানথানা-বড়বাজার সংযোগ ব্রিজের সড়ক ও ফুটপাত দখল করে প্রত্যেক হকারের কাছ থেকে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জামানত নিয়ে দোকান ভাড়া দিত। ভাড়া বাবদ প্রতিদিন হকারদের কাছ থেকে ২০০ টাকা করে নিত ওই চক্রটি।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাতের প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সমন্বয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি এ এম ওবায়েদ বলেন, ‘উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য প্রশাসনের সবাইকে সাধুবাদ জানাই। পাশাপাশি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে। এছাড়া উচ্ছেদকৃত হকার ও নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত মানুষেররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, হলিডে মার্কেট করার পরিকল্পনা আছে। হলিডে মার্কেট হলে খুব কম টাকায় নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা তাদের দৈনিক ব্যবহার্য জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, শহরকে যানজট মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। জেলা পুলিশ যানজট নিরসনে তার সার্মথ্যের সবটুকু দিবে।
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
৮ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে