Ajker Patrika

নরসিংদীর ঘটনা মৌলবাদী মানসিকতার ইঙ্গিত দেয়: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নরসিংদীর ঘটনা মৌলবাদী মানসিকতার ইঙ্গিত দেয়: মহিলা পরিষদ

নরসিংদী রেলওয়ে স্টেশনে পোশাকের কারণে তরুণীকে হেনস্তার ঘটনা মৌলবাদী মানসিকতার ইঙ্গিত দেয় বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ রোববার দুপুরে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, একবিংশ শতাব্দীতে এসে কোনো স্বাধীন দেশের নারীকে পোশাকের জন্য হেনস্তা হওয়ার বিষয়টি ন্যক্কারজনক এবং লজ্জাজনক। এই ঘটনা আমাদের মৌলবাদী মানসিকতারই ইঙ্গিতই দেয়। 

স্বাধীনতার ৫২ বছর পরে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে রেলস্টেশনের মতো জনবহুল একটি স্থানে নারীর পোশাককে কেন্দ্র করে এই ধরনের ঘটনা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, আমরা মনে করি, এ ধরনের ঘটনা বাংলার আবহমানকালের জাতি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব নারী স্বাধীনভাবে চলাচলের অধিকার ও নারীর সাজ এবং পোশাকের অধিকারকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। 

বিবৃতিতে আরও বলা হয়, নারীর পোশাক পরিধান ও নারীর স্বাধীনভাবে চলাচলের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তা ছাড়া আমরা মনে করি, সমাজের মধ্যে বসবাসকারী নারীবিদ্বেষী ধর্মীয় মৌলবাদ গোষ্ঠীর এই ধরনের কর্মকাণ্ড সম্মিলিতভাবে এখনই প্রতিহত করা দরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত