ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার তাঁদের চাঁদাবাজি মামলায় আদালতে পাঠিয়েছে দৌলতপুর থানা–পুলিশ।
তাঁরা হলেন লোকমান হোসেনের ছেলে লাভলু হোসেন (২৫), রাহাজ উদ্দিনের ছেলে শরীফ (৩৫), রফিকুল ইসলামের ছেলে রঞ্জু আহমেদ (২৬) ও বাবুল শেখের ছেলে শাকিল আহমেদ (২৮)। তাঁদের সবার বাড়ি উপজেলার চরকালিকাপুর গ্রামে।
এর আগে গতকাল রোববার উপজেলার বাঘুটিয়া বাজারের উজানে যমুনা নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন আক্কাস আলী নামের এক ভুক্তভোগী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আক্কাছ আলী নামের একজন তার বাল্কহেডে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।’
খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে মানিকগঞ্জের পদ্মা-যমুনা দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিদনি ৫০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা আদায় করে।
বিশেষ করে, শিবালয়ের আলোকদিয়া চর, পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামার, চরকালীকাপুর স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাঁদের মারধর করা হয়।
ভুক্তভোগী আক্কাছ আলী মামলায় উল্লেখ করেন, তিনি একজন বালু ব্যবসায়ী। তাঁর বালু বহনের জন্য তিনটি বাল্কহেড পদ্মা-যমুনায় ভাড়ায় চলাচল করে। প্রতিনিয়তই বাল্কহেডে থাকা সুকানি, গ্রিজার ও শ্রমিকদের লাঠিসোঁটা দিয়ে ভয় দেখিয়ে ৫০০ থেকে ৬০০ টাকা চাঁদা নেয় একটি চক্র। ওই চক্রটি গতকাল সিরাজগঞ্জ থেকে বালুবোঝাই করে আসার সময় এমবি নওশিন নামের বাল্কহেডে থাকা সুকানি, গ্রিজম্যানকে মারধর করে চাঁদা দাবি করে। এ সময় পাটুরিয়া নৌ পুলিশ খবর পেয়ে স্পিডবোটে দ্রুত ঘটনাস্থলে এসে তাঁদের হাতেনাতে আটক করে।
এ বিষয়ে পাটুরিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার যমুনা নদীতে বালুভর্তি বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি হাঁসুয়া ও নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। চাঁদাবাজদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার তাঁদের চাঁদাবাজি মামলায় আদালতে পাঠিয়েছে দৌলতপুর থানা–পুলিশ।
তাঁরা হলেন লোকমান হোসেনের ছেলে লাভলু হোসেন (২৫), রাহাজ উদ্দিনের ছেলে শরীফ (৩৫), রফিকুল ইসলামের ছেলে রঞ্জু আহমেদ (২৬) ও বাবুল শেখের ছেলে শাকিল আহমেদ (২৮)। তাঁদের সবার বাড়ি উপজেলার চরকালিকাপুর গ্রামে।
এর আগে গতকাল রোববার উপজেলার বাঘুটিয়া বাজারের উজানে যমুনা নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন আক্কাস আলী নামের এক ভুক্তভোগী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আক্কাছ আলী নামের একজন তার বাল্কহেডে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।’
খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে মানিকগঞ্জের পদ্মা-যমুনা দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিদনি ৫০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা আদায় করে।
বিশেষ করে, শিবালয়ের আলোকদিয়া চর, পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামার, চরকালীকাপুর স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাঁদের মারধর করা হয়।
ভুক্তভোগী আক্কাছ আলী মামলায় উল্লেখ করেন, তিনি একজন বালু ব্যবসায়ী। তাঁর বালু বহনের জন্য তিনটি বাল্কহেড পদ্মা-যমুনায় ভাড়ায় চলাচল করে। প্রতিনিয়তই বাল্কহেডে থাকা সুকানি, গ্রিজার ও শ্রমিকদের লাঠিসোঁটা দিয়ে ভয় দেখিয়ে ৫০০ থেকে ৬০০ টাকা চাঁদা নেয় একটি চক্র। ওই চক্রটি গতকাল সিরাজগঞ্জ থেকে বালুবোঝাই করে আসার সময় এমবি নওশিন নামের বাল্কহেডে থাকা সুকানি, গ্রিজম্যানকে মারধর করে চাঁদা দাবি করে। এ সময় পাটুরিয়া নৌ পুলিশ খবর পেয়ে স্পিডবোটে দ্রুত ঘটনাস্থলে এসে তাঁদের হাতেনাতে আটক করে।
এ বিষয়ে পাটুরিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার যমুনা নদীতে বালুভর্তি বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি হাঁসুয়া ও নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। চাঁদাবাজদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ, মানুষের মুখাবয়ব চেনার স
১ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৪ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৪ ঘণ্টা আগে