Ajker Patrika

সকাল থেকে রাজধানীতে গণপরিবহন উধাও 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ৩৩
সকাল থেকে রাজধানীতে গণপরিবহন উধাও 

ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সকাল থেকেই তেমন গণপরিবহন চলাচল করেনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ শনিবার সকালে রাজধানীর মগবাজার, কাকরাইল, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, শ্যামলী, ধানমন্ডি প্রভৃতি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সকালে ফার্মগেট মোড়ে একাধিক বিআরটিসি বাস দেখা গেলেও অন্যান্য এলাকায় তা দেখা যায়নি। অন্য এলাকাগুলোতে হাতে গোনা দু-একটি বেসরকারি কোম্পানির বাস দেখা গেছে। তবে এ সময় সিএনজি অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। তবে তা-ও অন্য দিনের তুলনায় কম।

তেজগাঁও মোড়ে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আসিফ মাহমুদের সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কী আজব দেশ! মহাসমাবেশকে কেন্দ্র করে সব গণপরিবহন উধাও। এমন যদি হবেই, তাহলে অফিস বন্ধ করা উচিত ছিল।’

একই সুরে কথা বললেন মালিবাগ মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকা সেতু খন্দকার। তিনি বলেন, ‘জরুরি কাজে বাড্ডায় যাব, কিন্তু বাস পাচ্ছি না।’

গণপরিবহনচালকেরা বলছেন, ‘মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না তাঁরা। রাইদা বাসের এক বাসচালক জানান, নাশকতা হলে বাসের ক্ষতির শঙ্কায় ইচ্ছে করেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

এদিকে রাজধানীর ব্যস্ততম একাধিক সড়কে চিরচেনা যানজট আজ চোখে পড়েনি। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত