Ajker Patrika

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় সেপটিক ট্যাংক থেকে ইয়ামিন নামে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাওনাটর বাজার এলাকার শরিফ মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাওনাট এলাকায় শরীফ আকন্দের বাসায় সিলেটের জেলার জকিগঞ্জের থানার দরগাবাহাদুরপুর গ্রামের সাদ্দাম মিয়া তার স্ত্রী ও এক ছেলে ইয়ামিনকে নিয়ে ভাড়া থাকেন। আজ বুধবার দুপুরের পর থেকে ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পেছনের বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতরে ভেসে থাকতে দেখা যায় ইয়ামিনের মৃতদেহ। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেন। 

ইয়ামিনের মা আছিয়া কাঁপতে কাঁপতে বলেন, ছেলে আমাকে বলে গেছে সে খেলতে যাচ্ছে। অনেকক্ষণ তার কোনো খোঁজ খবর না পেয়ে দুপুর একটার দিকে আমি তাকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে ওই সেপটিক ট্যাংকের সামনে গিয়ে তার মৃতদেহ দেখতে পাই।

 কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, বাচ্চাটি খেলাধুলা করতে গিয়ে এক ফাঁকে ওই সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরিষ্কার করার জন্য সেটি খুলে রাখা হয়েছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত