Ajker Patrika

আইসোলেশনে ৩০ মিনিট অক্সিজেনের অভাবে রোগীদের আতঙ্ক

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আইসোলেশনে ৩০ মিনিট অক্সিজেনের অভাবে রোগীদের আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইসোলেশন ইউনিটের ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৩০ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ না থাকায় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত আইসোলেশনে অক্সিজেন সরবরাহ না করায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, অক্সিজেন প্রায় ৩০ মিনিট না থাকায় নিচতলায় আইসোলেশনে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। উত্তেজিত হয়ে হইচই শুরু করেন তাঁরা। বিকেল প্রায় ৬টার দিকে আইসোলেশনের নিচতলার ইউনিটে অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ করা হয়। 

জাকিয়া ইসলাম আরেফিন নামের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা একজন রোগী বলেন, বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ভর্তি হয়েছি। বিকেলে আইসোলেশনে অক্সিজেন ছিল না। আমরা নার্সকে বলার পরও অক্সিজেন ব্যবস্থা করেননি। পরে আধা ঘণ্টা পর অক্সিজেন সিলিন্ডার দেয়। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছর করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে জেলা শহরের মেড্ডা বক্ষব্যাধি ক্লিনিক ও ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডকে ৫ শয্যার আইসোলেশন ইউনিট হিসেবে রূপান্তরিত করা হয়। পরে করোনার প্রকোপ কমে যাওয়ায় বক্ষব্যাধি ক্লিনিকের ইউনিটটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। গত মাসে জুন মাসে নতুন তত্ত্বাবধায়ক যোগদান করার পর ২৫০ শয্যা হাসপাতালে পেয়িং বেডকে আইসোলেশনে যুক্ত করেন। এখন আইসোলেশনে শয্যা সংখ্যা বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৫১ জন রোগী আইসোলেশনে ভর্তি রয়েছেন। 

আইসোলেশনের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স নাজমীন বলেন, আইসোলেশনে যে অক্সিজেন সিলিন্ডার ছিল তা অন্যান্য রোগীরা ব্যবহার করছিলেন। পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন শেষ হয়ে যাওয়া সিলিন্ডার বদল করা হচ্ছিল। দুজন রোগী অক্সিজেন চাওয়ায় তাঁদের দেওয়া যায়নি। সেন্ট্রাল অক্সিজেন লাগাতে যতটুকু সময় লাগছিল, শুধু সেই সময় অক্সিজেন দেওয়া যাচ্ছিল না। 

এই বিষয়ে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান বলেন, 'বিকেলে আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেনের সংকটের বিষয় সম্পর্কে আমি অবগত নই। প্রায় প্রতিদিনই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে আনা হচ্ছে। প্রয়োজনে আরও অক্সিজেন আনা হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত