প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইসোলেশন ইউনিটের ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৩০ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ না থাকায় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত আইসোলেশনে অক্সিজেন সরবরাহ না করায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অক্সিজেন প্রায় ৩০ মিনিট না থাকায় নিচতলায় আইসোলেশনে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। উত্তেজিত হয়ে হইচই শুরু করেন তাঁরা। বিকেল প্রায় ৬টার দিকে আইসোলেশনের নিচতলার ইউনিটে অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ করা হয়।
জাকিয়া ইসলাম আরেফিন নামের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা একজন রোগী বলেন, বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ভর্তি হয়েছি। বিকেলে আইসোলেশনে অক্সিজেন ছিল না। আমরা নার্সকে বলার পরও অক্সিজেন ব্যবস্থা করেননি। পরে আধা ঘণ্টা পর অক্সিজেন সিলিন্ডার দেয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছর করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে জেলা শহরের মেড্ডা বক্ষব্যাধি ক্লিনিক ও ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডকে ৫ শয্যার আইসোলেশন ইউনিট হিসেবে রূপান্তরিত করা হয়। পরে করোনার প্রকোপ কমে যাওয়ায় বক্ষব্যাধি ক্লিনিকের ইউনিটটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। গত মাসে জুন মাসে নতুন তত্ত্বাবধায়ক যোগদান করার পর ২৫০ শয্যা হাসপাতালে পেয়িং বেডকে আইসোলেশনে যুক্ত করেন। এখন আইসোলেশনে শয্যা সংখ্যা বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৫১ জন রোগী আইসোলেশনে ভর্তি রয়েছেন।
আইসোলেশনের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স নাজমীন বলেন, আইসোলেশনে যে অক্সিজেন সিলিন্ডার ছিল তা অন্যান্য রোগীরা ব্যবহার করছিলেন। পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন শেষ হয়ে যাওয়া সিলিন্ডার বদল করা হচ্ছিল। দুজন রোগী অক্সিজেন চাওয়ায় তাঁদের দেওয়া যায়নি। সেন্ট্রাল অক্সিজেন লাগাতে যতটুকু সময় লাগছিল, শুধু সেই সময় অক্সিজেন দেওয়া যাচ্ছিল না।
এই বিষয়ে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান বলেন, 'বিকেলে আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেনের সংকটের বিষয় সম্পর্কে আমি অবগত নই। প্রায় প্রতিদিনই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে আনা হচ্ছে। প্রয়োজনে আরও অক্সিজেন আনা হবে।'
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইসোলেশন ইউনিটের ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৩০ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ না থাকায় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত আইসোলেশনে অক্সিজেন সরবরাহ না করায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অক্সিজেন প্রায় ৩০ মিনিট না থাকায় নিচতলায় আইসোলেশনে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। উত্তেজিত হয়ে হইচই শুরু করেন তাঁরা। বিকেল প্রায় ৬টার দিকে আইসোলেশনের নিচতলার ইউনিটে অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ করা হয়।
জাকিয়া ইসলাম আরেফিন নামের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা একজন রোগী বলেন, বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ভর্তি হয়েছি। বিকেলে আইসোলেশনে অক্সিজেন ছিল না। আমরা নার্সকে বলার পরও অক্সিজেন ব্যবস্থা করেননি। পরে আধা ঘণ্টা পর অক্সিজেন সিলিন্ডার দেয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছর করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে জেলা শহরের মেড্ডা বক্ষব্যাধি ক্লিনিক ও ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডকে ৫ শয্যার আইসোলেশন ইউনিট হিসেবে রূপান্তরিত করা হয়। পরে করোনার প্রকোপ কমে যাওয়ায় বক্ষব্যাধি ক্লিনিকের ইউনিটটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। গত মাসে জুন মাসে নতুন তত্ত্বাবধায়ক যোগদান করার পর ২৫০ শয্যা হাসপাতালে পেয়িং বেডকে আইসোলেশনে যুক্ত করেন। এখন আইসোলেশনে শয্যা সংখ্যা বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৫১ জন রোগী আইসোলেশনে ভর্তি রয়েছেন।
আইসোলেশনের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স নাজমীন বলেন, আইসোলেশনে যে অক্সিজেন সিলিন্ডার ছিল তা অন্যান্য রোগীরা ব্যবহার করছিলেন। পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন শেষ হয়ে যাওয়া সিলিন্ডার বদল করা হচ্ছিল। দুজন রোগী অক্সিজেন চাওয়ায় তাঁদের দেওয়া যায়নি। সেন্ট্রাল অক্সিজেন লাগাতে যতটুকু সময় লাগছিল, শুধু সেই সময় অক্সিজেন দেওয়া যাচ্ছিল না।
এই বিষয়ে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান বলেন, 'বিকেলে আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেনের সংকটের বিষয় সম্পর্কে আমি অবগত নই। প্রায় প্রতিদিনই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে আনা হচ্ছে। প্রয়োজনে আরও অক্সিজেন আনা হবে।'
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (আমদানি করা পণ্যের মজুত স্থান) ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রাত ৯টা পর্যন্ত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল।
৯ মিনিট আগেকক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে বিপুল অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে জিয়া বাহিনীর ৯ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান চালানো
২৩ মিনিট আগেচট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫-এ সিনিয়র উপপরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) খলিলুর রহমান সভাপতি, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সহসভাপতি এবং ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ জামাল হোসেন...
৩৩ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সাত ঘণ্টা স্থবির থাকার পর আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে ধীরে ধীরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বিকেল থেকে বন্ধ থাকা বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সচল হওয়ায় পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে বাতিল হওয়া ফ্লাইটগুলো।
৩৭ মিনিট আগে